• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪ ডিগ্রি সেলসিয়াস

রাজশাহী ব্যুরো    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এ.এম.
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত রাজশাহীর জনজীবন-ছবি-ভিওডি বাংলা

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত রাজশাহী। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষজন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রাজিব খান জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই হিমেল হাওয়ার দাপট বেড়ে যায়, যার ফলে তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে আসে। উত্তরের ঠাণ্ডা বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে টানা তিন দিন ধরে রাজশাহী অঞ্চলে সূর্যের দেখা নেই। কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

অন্যদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও (রামেক) ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেড়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পথে
বাঁশখালীর ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পথে
থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ দফা বিধি-নিষেধ
থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজারে ৭ দফা বিধি-নিষেধ
পাবনার পাঁচটি আসনে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল
পাবনার পাঁচটি আসনে ৩২ জনের মনোনয়নপত্র দাখিল