জার্মানিতে ব্যাংকের ভল্ট ভেঙে ৩০ মিলিয়ন ইউরো চুরি

জার্মানির গেলসেনকিরখেনে একটি সেভিংস ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট ভাঙচুরের ঘটনায় নগদ, সোনা ও গয়না সহ প্রায় ৩০ মিলিয়ন ইউরো চুরি হয়েছে। ডাকাতরা পার্কিং গ্যারেজ থেকে প্রবেশ করে তিন হাজারেরও বেশি সেফ ডিপোজিট বক্স ভেঙে তল্লাশি চালিয়েছে।
পুলিশ জানায়, ডাকাতরা একটি শক্তিশালী ড্রিল ব্যবহার করে পার্কিং গ্যারেজের ভেতর থেকে ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট রুমে প্রবেশ করে।
তদন্তকারীদের ধারণা, পুরো সপ্তাহান্তজুড়ে তারা ভেতরে অবস্থান করে একের পর এক সেফ বক্স ভেঙেছে। সোমবার ভোরে অগ্নি সতর্কতা সংকেত বেজে ওঠার পর জরুরি সেবা কর্মীরা একটি গর্ত দেখতে পেয়ে বিষয়টি নজরে আসে।
ঘটনার পর শত শত উদ্বিগ্ন গ্রাহক ব্যাংক শাখার বাইরে জড়ো হয়ে তথ্য জানতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। নিরাপত্তাজনিত কারণে শাখাটি খোলা হয়নি বলে জানান পুলিশের এক মুখপাত্র।
সাক্ষীদের বরাতে জানা গেছে, শনিবার রাত থেকে রোববার মধ্যরাতের মধ্যে পার্কিং গ্যারেজের সিঁড়িঘরে কয়েকজন পুরুষকে বড় বড় ব্যাগ বহন করতে দেখা যায়। নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সোমবার ভোরে একটি কালো অডি আরএস-৬ গাড়িকে গ্যারেজ থেকে বের হতে দেখা গেছে, যার ভেতরে মুখোশধারী ব্যক্তিরা ছিলেন। গাড়িটির লাইসেন্স প্লেট আগেই হানোভার শহর থেকে চুরি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র জানান, এই ডাকাতি “নিঃসন্দেহে অত্যন্ত পেশাদারভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি একে জনপ্রিয় চলচ্চিত্র ওশানস ইলেভেন-এর ডাকাতির সঙ্গে তুলনা করেন।
তার ভাষায়, এ ধরনের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য হয় ব্যাপক পূর্বজ্ঞান, নয়তো উচ্চমাত্রার অপরাধপ্রবণতা প্রয়োজন।
পুলিশের হিসাবে, ভাঙচুর করা তিন হাজারের বেশি সেফ ডিপোজিট বক্সের প্রতিটির গড় বীমামূল্য ১০ হাজার ইউরো। সে হিসাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ মিলিয়ন ইউরো। তবে কিছু ভুক্তভোগী দাবি করেছেন, তাদের প্রকৃত ক্ষতি বীমা মূল্যের চেয়ে অনেক বেশি।
ভিওডি বাংলা/জা







