• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নববর্ষ বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা-কেউ কোথায়?

বিনোদন ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ এ.এম.
ছবি: সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও বছরের শেষ লগ্নে ভারতের এক ঝাঁক তারকা দেশ ছাড়লেন নতুন বছরকে (২০২৬) স্বাগত জানানোর জন্য। কাজের ব্যস্ততা, শুটিং ও নানা পাবলিসিটির চাপ ভুলে তারা নিজেদের মতো করে ছুটি কাটাতে পাড়ি জমিয়েছেন বিদেশে। বলিউডের পরিচিত মুখ থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রির তারকারা-কারও গন্তব্য ইউরোপ, কেউ আবার অজানা কোনো দ্বীপে। স্ত্রী-সন্তান বা প্রেমিকাকে সঙ্গে নিয়ে বিমানে উঠেছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, রাশমিকা মান্দানা, বিজয় দেবরকোন্ডা, আমির খান ও আরও অনেকেই।   

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের জন্য এবারের নববর্ষটা ছিল বিশেষ। বিয়ের সাত বছর পরে বাবা-মা হওয়া এই দম্পতির সঙ্গে কন্যাও তাদের প্রথম বিদেশ যাত্রায় ছিল। গত ২২ ডিসেম্বর মুম্বাই বিমানবন্দরে কালো ও ধূসর রঙের পোশাকে এই জুটিকে দেখা যায়। তবে ছোট্ট রাজকন্যাকে নিয়ে তারা ঠিক কোন দেশে ছুটি কাটাতে যাচ্ছেন, তা এখনও গোপন রেখেছেন।

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় যুগল বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানাও নতুন বছরের শুরুতেই গোপন সফরে পাড়ি জমিয়েছেন। চলতি বছরই বাগদান সম্পন্ন হওয়া এই যুগল ২৫ ডিসেম্বর ভোরে হায়দরাবাদ বিমানবন্দরে খুব সাধারণ পোশাকে দেখা গেছে। গন্তব্য প্রকাশ না করলেও তাদের ‘নীরব’ ও প্রেমময় সফরের খবর ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

ষাট বছরের আমির খান এবার প্রেমিকা গৌরি স্প্রাটকে নিয়ে নতুন বছর উদযাপন করবেন। ২৬ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে লেন্সবন্দি হয়েছেন তারা। সঙ্গে ছিলেন আমিরের ছেলে ও ভাগ্নে ইমরান খান। বছরের মাঝামাঝিতে গৌরিকে প্রকাশ্যে আনার পর এবার পারিবারিক সফরে বের হয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

রণবীর কাপুর ও আলিয়া ভাটও দেশের বাইরে সময় কাটাচ্ছেন। ২৮ ডিসেম্বর তারা মুম্বাই ছেড়েছেন। চলতি বছরে আলিয়ার কোনো সিনেমা মুক্তি না পেলেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন দু’জনেই। বছরের শেষ দিনগুলো তারা নিরিবিলি ও শান্তিপূর্ণভাবে কাটাতে চান।

পর্দার তিন বন্ধু-সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টর ও পূজা হেগড়ে-ও বিদেশ সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। ২৮ ডিসেম্বর ফ্লাইট বাতিলের কারণে এয়ারপোর্টে আটকে পড়লেও শেষমেশ পরবর্তী ফ্লাইটে পৌঁছেছেন।

তারারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া এবার নতুন প্রেম ও বন্ধুত্বের আনন্দে ছুটি কাটাবেন। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ খ্যাত তারারা, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি বীর পাহাড়িয়ার সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপনের পর এবার নতুন বছর উদযাপনের জন্য বিদেশ পাড়ি জমিয়েছেন।

সাইফ আলী খান ও কারিনা কাপুর খান ছোট দুই পুত্র-তৈমুর ও জেহকে সঙ্গে নিয়ে ২৬ ডিসেম্বর মুম্বাই এয়ারপোর্টে দেখা গেছে। তাদের গন্তব্য অজানা থাকলেও ধারণা করা হচ্ছে, তারা সুইজারল্যান্ড বা লন্ডনের কোনো প্রিয় স্থানে নববর্ষ উদযাপন করতে যাচ্ছেন।

সব মিলিয়ে বলিউড ও দক্ষিণী তারকাদের সোশ্যাল মিডিয়ার দিকে এখন ভক্তদের নজর। বরফঢাকা পাহাড়, নীল সমুদ্র বা দূরবর্তী দ্বীপ থেকে আসা নতুন বছরের ছবি এবং তাদের আনন্দময় মুহূর্ত ভক্তদের জন্য নতুন বছরের সেরা উপহার হয়ে থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আসল রূপ দেখালি’—এনসিপিকে নিয়ে সোহেল রানার পোস্ট
‘আসল রূপ দেখালি’—এনসিপিকে নিয়ে সোহেল রানার পোস্ট
বিপিএল লুক নিয়ে সমালোচনায় তানজিন তিশা
বিপিএল লুক নিয়ে সমালোচনায় তানজিন তিশা
সাপের সঙ্গে কবরে শুয়ে সাহসী অভিজ্ঞতা তৌসিফের
সাপের সঙ্গে কবরে শুয়ে সাহসী অভিজ্ঞতা তৌসিফের