• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এআই ভিডিও নির্মাণে নতুন অধ্যায় শুরু তানজিলের

ভিওডি বাংলা ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ এ.এম.
তানজিল আহমেদ বাংলাদেশের এআই ভিডিও খাতে নতুন উদ্ভাবনের পথপ্রদর্শক-ছবি: সংগৃহীত

পলিটেকনিক শিক্ষার্থী তানজিল আহমেদ মাত্র ১৮ বছর বয়সেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভিডিও নির্মাণে নতুন একটি উদ্যোগ শুরু করেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি বাংলাদেশে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ এআই ভিডিও কমার্শিয়াল কোম্পানি চালু করেছেন, যা ইতোমধ্যেই প্রযুক্তি ও মিডিয়া অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

তানজিল জানান, তিনি মূলত ‘হিউম্যানাইজড এআই ভিডিও’ নির্মাণে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ, ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকলেও তা দর্শকের চোখে স্বাভাবিক ও বাস্তব মনে হবে। ভিডিও তৈরিতে ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং ও শট কম্পোজিশনের দিকে বিশেষ নজর দেওয়া হয়, যাতে কমার্শিয়াল ফিল্মের মান বজায় থাকে।

পড়াশোনার পাশাপাশি জটিল প্রযুক্তিতে দক্ষতা অর্জন সহজ না হলেও, নিয়মিত চর্চা ও আগ্রহের মাধ্যমে তানজিল নিজের জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন। তার কাজের গুণগত মান ইতোমধ্যেই আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে। সম্প্রতি একজন নেটফ্লিক্স ফিচারড প্রডিউসার তার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন।

তানজিল বলেন, “আমি কখনোই শুধু ট্রেন্ড অনুসরণ করতে চাইনি। এআই ব্যবহার করে এমন ভিডিও বানাতে চেয়েছি, যেগুলো মানুষের আবেগের সঙ্গে সংযোগ তৈরি করবে। প্রযুক্তি যেন গল্প বলার মাধ্যম হয়।”

ভবিষ্যতে তিনি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। পাশাপাশি তিনি মনে করেন, সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে বাংলাদেশের তরুণরাও বিশ্বমানের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে পারবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রযুক্তি সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরির বিশেষ কর্মশালা
প্রযুক্তি সাংবাদিকদের জন্য কনটেন্ট তৈরির বিশেষ কর্মশালা
মোবাইল ফোন বৈধ কিনা চেক করবেন যেভাবে
১৬ ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে হ্যান্ডসেট মোবাইল ফোন বৈধ কিনা চেক করবেন যেভাবে
অবহেলার কারণে নষ্ট হয় ল্যাপটপ—জানুন সমাধান
অবহেলার কারণে নষ্ট হয় ল্যাপটপ—জানুন সমাধান