• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্মৃতিতে আজও তিনি শুধুই ‘বিউটি’

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পি.এম.
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি- সংগৃহীত

কাঁটাতারের ওপারে তিনি দাপুটে নেত্রী, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কিন্তু ওপার বাংলার জলপাইগুড়ি শহরের নয়া বস্তি এলাকার মানুষের কাছে তিনি আজও কেবলই ‘বিউটি’। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সেই পুরনো পাড়ার অলিগলিতে, যেখানে এক সময় কেটেছে তার শৈশব।

শৈশবের জলপাইগুড়ি

দেশভাগের আগে অবিভক্ত বাংলার জলপাইগুড়ির নয়া বস্তি এলাকায় সপরিবারে থাকতেন খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার। স্থানীয় প্রবীণদের স্মৃতিচারণায় উঠে আসছে এক কিশোরীর ছবি— যার গায়ের রং ছিল দুধে-আলতা, দুই চোখে অপার বিস্ময়। অত্যন্ত সুন্দরী ছিলেন বলে পাড়া-প্রতিবেশী এবং পরিবারের লোকজন তাকে ভালোবেসে ডাকতেন ‘বিউটি’। এই নামেই তিনি পরিচিত ছিলেন তার শৈশবের খেলার সাথি মহলে। খালেদা খানম ‘পুতুল’ নামটি ছাপিয়ে জলপাইগুড়ির বাতাসে আজও তার ‘বিউটি’ ডাকনামটিই যেন বেশি টাটকা।

ধুলোমাখা স্কুল আর মেধাবী ছাত্রী

জানা গেছে, জলপাইগুড়ির একটি স্থানীয় স্কুলেই বিউটির শিক্ষার হাতেখড়ি। যদিও দেশভাগের ডামাডোলে সেই দিনলিপি আজ খানিক ফিকে হয়ে এসেছে, তবুও নয়া বস্তির পুরনো বাসিন্দাদের অনেকে আজও দাবি করেন, বিউটি ছিলেন শান্ত স্বভাবের মেধাবী ছাত্রী। এলাকার ধুলোমাখা পথে তার দৌড়ঝাঁপ আজও যেন এক জীবন্ত ইতিহাস হয়ে রয়েছে এই জনপদে।

‘সেদিন যে মেয়েটি আমাদের সঙ্গে এই গলিতে খেলে বেড়াত, পরবর্তীকালে তিনিই একটি রাষ্ট্রের ভাগ্যবিধাতা হয়ে উঠেছিলেন— ভাবলে আজও শিহরণ জাগে’, বলছিলেন এক প্রতিবেশী।

দেশভাগ ও চিরবিচ্ছেদ

১৯৪৭ সালের দেশভাগ অনেক মানুষের মতো মজুমদার পরিবারের ভাগ্যরেখাও ওলটপালট করে দিয়েছিল। কাঁটাতারের বিভাজনে যখন ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল, তখন জলপাইগুড়ির মায়া কাটিয়ে খালেদা জিয়ার পরিবার তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভিটেমাটি ছেড়ে চলে গেলেও জলপাইগুড়ির নয়া বস্তির সঙ্গে তাদের আত্মিক যোগসূত্রটি কোনো দিনই ছিঁড়ে যায়নি। 

বর্তমানে খালেদা জিয়ার প্রয়াণে (প্রাসঙ্গিক তথ্যানুযায়ী) জলপাইগুড়ির মানুষের কাছে বিষয়টি কেবল রাজনৈতিক খবর নয়, বরং এক গভীর পুরনো আবেগ। সময়ের সঙ্গে সঙ্গে নয়া বস্তির ভোল বদলেছে, পুরনো ঘরবাড়ির জায়গায় উঠেছে অট্টালিকা। কিন্তু ইতিহাসের পাতা উলটে আজও জলপাইগুড়ির বাতাসে ভাসে সেই পরিচিত ডাকনাম। নয়া বস্তি আজও স্মৃতি আঁকড়েই খুঁজে ফেরে তাদের সেই ছোট্ট ‘বিউটি’কে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষবারের মতো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ দেখতে জনতার ভিড়
শেষবারের মতো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ দেখতে জনতার ভিড়
আয়নাঘর থেকে ‘বালুর ট্রাক’
আয়নাঘর থেকে ‘বালুর ট্রাক’
মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ
মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ