শেষবারের মতো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ দেখতে জনতার ভিড়

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এক নজরে দেখতে গুলশান এলাকায় ভিড় জমিয়েছেন বিএনপির দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ।
বুধবার (৩১ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায় সকাল থেকেই গুলশান ১-এর মহাসড়কটি বন্ধ করে দেয় আইন শৃংখলা বাহিনী । নেতাকর্মীরা ও অসাধারণ জনগণ পায়ে হেঁটে গুলশান ২ খালেদা জিয়ার বাসভবন ফিরোজার থেকে দুরে অবস্থান নিয়ে তারা দাড়িয়ে থাকেন।
বেলা ১১টা ১০ মিনিটে খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকা দিয়ে মোড়ানো গাড়ীটি গুলশান তারেক রহমানের বাড়ী থেকে বের হয়ে সংসদ ভবনের উদ্দেশ্য যাত্রা শুরু করে।
খালেদা জিয়ার মরদেহের গাড়ীটি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীরা নিরাপত্তার চাদরে ঘিরে রাখে।

রাস্তায় দুই পাশে অপেক্ষামান শতশত নেতাকর্মীদের হাত নেড়ে শেষ বিদায় জানান। অনেককে কান্নারত অবস্থায় দেখা যায়।
এসময় চাঁদপুর থেকে আগত রফিক আহমেদ জানান প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে শুধু একনজর আমাদের নেত্রী খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো দেখতে এসেছি।আমার ইচ্ছা আল্লাহ পুরন করেছে।
বাড্ডার জুবায়ের আলী বলেন, ‘আমাদের গণতন্ত্রের মা এতো নির্বাচন দেখে যেতে পারলেন না। তিনি গণতন্ত্র পুনরুদ্ধার করতে কষ্ট করেছেন,জেল খেটেছেন কিম্তু সেই স্বপ্ন বাস্তবায়ন করার আগেই তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন। এই কষ্ট ভুলবার নয়।’
ভিওডি বাংলা-সবুজ/জা







