রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবনে খালেদা জিয়ার মরদেহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে পৌঁছেছে। লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে রাষ্ট্রীয় প্রোটোকলে তাঁর মরদেহ জানাজাস্থলে আনা হয়।
বুধবার বেলা ১১টা ৪৮ মিনিটে বেগম খালেদা জিয়ার মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটে তাঁর ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে মরদেহবাহী গাড়িটি যাত্রা শুরু করে।
সেনাবাহিনীর তৈরি করা 'হিউম্যান চেইন' বা মানববন্ধনের মধ্য দিয়ে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মরদেহটি সংসদ ভবন এলাকায় নিয়ে আসা হয়। ভোরে এভারকেয়ার হাসপাতাল থেকে মরদেহ প্রথমে তারেক রহমানের গুলশানের বাসভবনে নেয়া হয়, যেখানে পরিবারের সদস্য ও বিএনপি নেতারা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান।
বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাঁকে স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।
বেগম খালেদা জিয়ার প্রয়াণে অন্তর্বর্তী সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি পালিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ
জানাজা ও দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জননন্দিত নেত্রী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে এক শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
ভিওডি বাংলা/ এমএইচ







