• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পি.এম.
মানিক মিয়া অ্যাভিনিউ। সংগৃহীত ছবি

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ। জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়েই জানাজা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ।

বুধবার (৩১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশের জাতীয় এই নেতাকে সর্বস্তরের জনগণ যেন নির্বিঘ্নে শেষ শ্রদ্ধা জানাতে পারেন এবং জানাজায় অংশ নিতে পারেন—সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এতে আরও জানানো হয়, মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও জনসাধারণের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে বিপুল জনসমাগম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করা যায়।

খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ।

বার্তায় উল্লেখ করা হয়, জানাজা শেষে বিকাল সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে। এ সময় পরিবারের সদস্যদের পাশাপাশি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা, বিদেশি অতিথি, কূটনীতিক এবং বিএনপির মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত ব্যক্তিবর্গ ছাড়া অন্য কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হবে না। পাশাপাশি দাফনকাজ শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলানগরের জিয়া উদ্যানে সাধারণ মানুষের চলাচল সীমিত রাখা হবে।

ভিওডি বাংলা/ এস/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ
যান চলাচল বন্ধ জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ
খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল
খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল