টি-টোয়েন্টি ইতিহাসে নতুন রানী দীপ্তি শর্মা

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে একটি উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা। এর মাধ্যমে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন তিনি।
এর আগে ১৫১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তি পেসার মেগান স্কুটের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন দীপ্তি। শীর্ষে উঠতে তাঁর প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট, যা শেষ ম্যাচেই তুলে নেন তিনি।
ম্যাচে প্রথম তিন ওভার বল করে ২৫ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি দীপ্তি শর্মা। ইনিংসের ১৪তম ওভারে শেষবারের মতো বোলিংয়ে এসে সাফল্য পান তিনি। ওই ওভারের চতুর্থ বলে ক্রস ব্যাটে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফেরেন শ্রীলঙ্কার ব্যাটার নিলাক্ষিকা ডি সিলভা। রিভিউ নিয়েও সিদ্ধান্ত বদলাতে পারেননি তিনি।
এই উইকেটের মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীপ্তি শর্মার উইকেট সংখ্যা দাঁড়াল ১৫২টি। দ্বিতীয় স্থানে থাকা মেগান স্কুটের সংগ্রহে রয়েছে ১৫১টি উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তৃতীয় স্থানে আছেন রুয়ান্ডার বোলার হেনরিয়েতে ইশিমউই, ১১৭ ম্যাচে যার উইকেট ১৪৪টি। সমান উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার নিদান ডি ক্লার্ক। পাঁচ নম্বরে আছেন ইংল্যান্ডের স্পিনার সোফি একলেস্টেন।
দীপ্তি শর্মার রেকর্ড গড়ার ম্যাচে ১৫ রানের জয় পেয়েছে ভারত। আগে ব্যাট করে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে। জবাবে শ্রীলঙ্কা নারী দল ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রানেই থেমে যায়।
ভিওডি বাংলা/ আরিফ







