• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পি.এম.
বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের পূর্বে সংক্ষীপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে পরিবারের পক্ষ থেকে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে যদি কারও কাছে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধ করে দেবো। তাঁর কথায় বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে সবাই ক্ষমা করে দেবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের পূর্ব মুহূর্তে।

এর পরেই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা পূর্ণ ধর্মীয় মর্যাদায় সম্পন্ন হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান।

প্রাথমিকভাবে জানাজা বেলা ২টায় হওয়ার কথা থাকলেও তা বিকাল ৩টার পর অনুষ্ঠিত হয়। জানাজার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধানগণ, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও শীর্ষ নেতৃবৃন্দ এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়ার জানাজা নামাজের পূর্ব মুহূর্তে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের প্রয়াণে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে দৃঢ় ও আপসহীন নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে একটি যুগের অবসান বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/ এএইচএস/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ
খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মানিক মিয়া অ্যাভিনিউ
জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ
যান চলাচল বন্ধ জানাজায় যেতে হেঁটেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষ
খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা