• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন জেসন হোল্ডার

স্পোর্টস ডেস্ক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পি.এম.
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বছরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে এই অনন্য কীর্তি গড়েন ক্যারিবিয়ান তারকা।

সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে সোমবার ২৪ রানে ২ উইকেট শিকার করার মধ্য দিয়ে ২০২৫ পঞ্জিকাবর্ষে নিজের উইকেট সংখ্যা নিয়ে যান ৯৭-এ। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেন আফগান তারকা রশিদ খানকে, যিনি ২০১৮ সালে এক বছরে ৯৬ উইকেট নিয়ে দীর্ঘদিন রেকর্ডটি ধরে রেখেছিলেন।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে ৯০-এর বেশি উইকেট নিতে পেরেছেন কেবল এই দুজন বোলারই।

২০২৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে মোট ৬৯টি ম্যাচ খেলেছেন জেসন হোল্ডার। ২১.৪২ গড়ে এবং ৮.৩০ ইকোনমি রেটে তিনি শিকার করেছেন ৯৭ উইকেট। এর মধ্যে ছয়টি ম্যাচে চার উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে তার।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে ১৪ রানে ৪ উইকেট—এটিই ছিল চলতি বছরে তার সেরা বোলিং ফিগার। পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে ৮০-এর বেশি উইকেট নেওয়ার কীর্তি আছে কেবল দুজনের—জেসন হোল্ডার ও তার স্বদেশি ডোয়াইন ব্রাভো। ব্রাভো ২০১৬ সালে ৭১ ইনিংসে নিয়েছিলেন ৮৭ উইকেট।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন হোল্ডার। ২০২৫ সালে টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে ৮৪৬ রান। গড় ২৪.১৭ হলেও ১৫৯.৯২ স্ট্রাইকরেট ছিল তার ক্যারিয়ারের এক বছরের সেরা।

চলতি বছরে হোল্ডার ছয়টি দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন—ওয়েস্ট ইন্ডিজ, আবুধাবি নাইট রাইডার্স, ইসলামাবাদ ইউনাইটেড, খুলনা টাইগার্স, লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স ও সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইনজামামের রেকর্ড ভাঙলেন শান মাসুদ
ডাবল সেঞ্চুরিতে ইনজামামের রেকর্ড ভাঙলেন শান মাসুদ
গ্লোব সকারেও সেরা দেম্বেলে, রোনালদোর ঘোষণায় হাজার গোল
গ্লোব সকারেও সেরা দেম্বেলে, রোনালদোর ঘোষণায় হাজার গোল
নিউজিল্যান্ড ক্রিকেটে ব্রেসওয়েল অধ্যায়ের সমাপ্তি
নিউজিল্যান্ড ক্রিকেটে ব্রেসওয়েল অধ্যায়ের সমাপ্তি