নজরুল ইসলাম
দেশের রাজনীতিকদের পথপ্রদর্শক বেগম খালেদা জিয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, রাজনীতিতে বেগম খালেদা জিয়ার আগমন ছিল আকস্মিক হলেও অনিবার্য। ১৯৮২ সালের ৩ জানুয়ারি দলের সদস্য পদ নিয়ে তার অনিশ্চল পথচলা শুরু হয়। দলের প্রতিষ্ঠাতার স্ত্রী হওয়া সত্ত্বেও তিনি নিয়ম অনুযায়ী নেতৃত্ব গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন আপসহীন এবং দেশের বাইরেও সমান শ্রদ্ধার পাত্র ছিলেন। বারবার একাধিক আসনে নির্বাচিত হওয়া ও তার অনন্য জনপ্রিয়তা তাকে বিশ্বমানের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার আগে সঞ্চালকের বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিএনপির চেয়ারপারসন ছিলেন এক মহিমান্বিত নেত্রী। তার আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। তার মৃত্যুতে গোটা জাতি মুহ্যমান হয়ে পড়ে। তিনি ফুল পছন্দ করতেন। তাই তার জীবন ছিল সুশোভিত এবং সবসময় পরিপাটি।”
নজরুল ইসলাম খান বলেন, “এরশাদ ও শেখ হাসিনার শাসনের সময় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছিল। আজ তিনি সব কষ্ট থেকে মুক্ত হয়ে চিরদিনের জন্য চলে যাচ্ছেন। আর যারা তাকে মিথ্যা মামলায় অভিযুক্ত করেছিলেন, তারা নিজেদের কাজেও শান্তি পাননি। তাদের ওপর ফাঁসির ন্যায় ফলাফল এসেছে।”
তিনি আরও উল্লেখ করেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের রাজনীতিকদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। তিনি ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। বিদেশে কোনো বাড়ি না থাকা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘দেশই আমার আসল ঠিকানা’। তাই দেশের মাটিতেই তার জীবন সমাপ্ত হলো।’
ভিওডি বাংলা/ এস/ আরিফ





