• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জানুয়ারির ১ কেন বছরের প্রথম দিন

লাইফস্টাইল    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম প্রহরে ঘড়ির কাঁটা ঠিক বারোটায় পৌঁছাতেই বদলে যায় ক্যালেন্ডারের পাতা। তবে জানতেন কি, এই ‘নতুন বছর’ কেন ঠিক ১ জানুয়ারিতেই শুরু হয়? এটি কি পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের সঙ্গে সরাসরি সম্পর্কিত, নাকি মানব ইতিহাসের একটি সিদ্ধান্ত?

এর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন রোমান সভ্যতা থেকে মধ্যযুগীয় ইউরোপ ও আধুনিক ক্যালেন্ডারের বিবর্তনের দিকে। জানুয়ারির ১ তারিখের ইতিহাস কেবল একটি দিন নির্ধারণের গল্প নয়, বরং সময়কে বোঝার ও সাজানোর মানুষের দীর্ঘ প্রচেষ্টার পরিচায়ক।

১. আদি রোমান ক্যালেন্ডার:
প্রাচীন রোমে বছরের শুরু ছিল ১ মার্চ থেকে। ক্যালেন্ডারে তখন মাত্র ১০ মাস ও ৩০৪ দিন ছিল। যেমন-ল্যাটিন Septem মানে সাত, Decem মানে দশ। তবে দিনের ও ঋতুর অসামঞ্জস্য সমস্যা তৈরি করেছিল।

২. জুলিয়াস সিজার ও জানুয়ারির সূচনা:
খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার জ্যোতির্বিদদের পরামর্শে ক্যালেন্ডার সংস্কার করেন। জন্ম নেয় ‘জুলিয়ান ক্যালেন্ডার’। তিনি জানুয়ারির ১ কে বছরের প্রথম দিন ঘোষণা করেন। জানুয়ারির নাম এসেছে রোমান দেবতা ‘জানুস’-এর নামানুসারে। জানুসের দুই মুখ-একটি অতীতের দিকে, অন্যটি ভবিষ্যতের দিকে-নতুন শুরুর প্রতীক।

৩. মধ্যযুগ ও গ্রেগরিয়ান ক্যালেন্ডার:
রোমান সাম্রাজ্যের পরে ইউরোপে বিভিন্ন দিনকে বছরের শুরু ধরা হতো। তবে ১৫৮২ সালে পোপ গ্রেগরি ক্যালেন্ডারের ত্রুটি সংশোধন করে ১ জানুয়ারিকে পুনরায় বছরের সূচনার দিন হিসেবে প্রবর্তন করেন। ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন দেশ এই ক্যালেন্ডার গ্রহণ করে।

পালনের তাৎপর্য:
যদিও বিভিন্ন সংস্কৃতিতে নিজস্ব নববর্ষ রয়েছে-বাংলায় পহেলা বৈশাখ, চীনে চীনা নববর্ষ, ইসলামি হিজরিতে নববর্ষ-তবু জানুয়ারির ১ আন্তর্জাতিকভাবে বছর শুরু করার একটি অভিন্ন মানদণ্ডে পরিণত হয়েছে। এটি প্রশাসন, ব্যবসা, কূটনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূচনা বিন্দু হিসেবে ব্যবহৃত হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতের তুলসী চা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শীতের তুলসী চা
নতুন বছরে কীভাবে তৈরি করবেন সচ্ছল অর্থনৈতিক জীবন
নতুন বছরে কীভাবে তৈরি করবেন সচ্ছল অর্থনৈতিক জীবন
ঘুম ভাঙতেই বুকে ব্যথা, অবহেলা নয়
ঘুম ভাঙতেই বুকে ব্যথা, অবহেলা নয়