• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চির নিদ্রায় শায়িত মায়ের কবরে ছেলের শেষ শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ পি.এম.
মা খালেদা জিয়ার কবরে ছেলে তারেক রহমানের শেষ শ্রদ্ধা। ছবি-ভিওডি বাংলা

চির নিদ্রায় শায়িত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে মমতাময়ী মা খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাপন শেষে ছেলে তারেক রহমান এ শ্রদ্ধা জানান। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়েছে স্ত্রী বেগম খালেদা জিয়াকে। এসময় তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ হাতে কবরে নামিয়েছেন।

এরপর খালেদা জিয়ার দাফন সম্পন্ন হলে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে গুলশানের বাসায় খালেদা জিয়াকে নেওয়া হলে তখনো তারেক রহমানকে মরদেহের পাশে কোরআন তেলাওয়াত করতে দেখা যায়। এবং বিকালে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন লাখ লাখ মানুষ। পরে মরদেহ দাফনের জন্য জিয়া উদ্যানে নেওয়া হয়।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদেশ থেকে আসা ও ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকরা।

খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। তারা  সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে নিজ নিজ দেশের সরকারপ্রধানের শোকবার্তা হস্তান্তর করেন।

এ ছাড়া জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সোলায়মান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, রাশিয়ার  ভারপ্রাপ্ত রাশিয়ার রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা, সিঙ্গাপুরের হাইকমিশনার মিশেল লি, ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, দক্ষিণ কোরিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত  ইয়াও ওয়েন, কানাডার হাইকমিশনার অজিত সিং, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেশি প্রমুখ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার ভোর ৬ টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
খালেদা জিয়া রেখে গেছেন ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস: তারেক রহমান
খালেদা জিয়া রেখে গেছেন ত্যাগ ও সংগ্রামের এক অবিস্মরণীয় ইতিহাস: তারেক রহমান
মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান
খালেদা জিয়ার জানাজা মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান