• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কর্মঘণ্টায় ফেসবুক ব্যবহার নিষিদ্ধ: প্রধান বিচারপতি

আদালত প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পি.এম.
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী -ছবি-ভিওডি বাংলা

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দেশের অধস্তন আদালতের বিচারকদের কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, আদালতের কর্মঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুক ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি এ নিয়ম লঙ্ঘন করেন এবং প্রমাণ পাওয়া যায়, তবে তার বিচারিক জীবনই শেষ বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এই নির্দেশনা প্রধান বিচারপতি সম্প্রতি দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেওয়া অভিভাষণে প্রদান করেন। অনুষ্ঠানে আদালতের পরিবেশ উন্নয়ন, রায় দ্রুত প্রদানের নির্দেশনা, সততা ও বহিরাগতদের আদালতে প্রবেশ নিয়ন্ত্রণের বিষয়ে জোর দেওয়া হয়।

প্রধান বিচারপতি বলেন, দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বিচারকের আসনে বসে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে সহ্য করা যাবে না। বিচারকরা সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। কেউ যদি দুর্নীতি বা অনিয়মের মাধ্যমে দায়িত্বের বাইরে চলে যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রায় প্রদানের ক্ষেত্রে তিনি নির্দেশ দেন, শুনানি ও নিষ্পত্তির তিন-সাত দিনের মধ্যে রায় প্রকাশ করতে হবে। রায়ের বিলম্ব আদালতের সময়ের অপচয় এবং জনগণের ভোগান্তি বাড়ায়। তাই আদালতের কর্মঘণ্টার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।

আদালতের পরিবেশ ও পরিচ্ছন্নতার বিষয়েও প্রধান বিচারপতি সতর্ক করেন। তিনি নির্দেশ দেন, আদালতের কোর্ট প্রাঙ্গণ এবং এজলাসে শুধুমাত্র আইনজীবী ও মামলার পক্ষের ব্যক্তিই প্রবেশ করতে পারবেন। কোর্ট প্রাঙ্গণে হকার, চা-বিক্রেতা, বাদাম বিক্রেতাসহ কোনো অবৈধ প্রবেশাধিকার অনুমোদিত নয়। আইনজীবীরা অবশ্য ড্রেসকোড মেনে চলবেন।

অধস্তন আদালতের অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত কার্যকর কর্মঘণ্টা। দুপুরের খাবার এবং নামাজের জন্য বিরতি রয়েছে। প্রধান বিচারপতি আদালতের কার্যক্রমকে আরও শৃঙ্খলাপূর্ণ ও দ্রুততর করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

অন্তত এই নির্দেশনার মাধ্যমে প্রধান বিচারপতি বিচারক ও কর্মকর্তাদের জন্য সততা, দক্ষতা এবং দায়িত্বপরায়ণতার মানদণ্ড দৃঢ় করার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যস্ততা ও অনিয়ম প্রতিরোধে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মান্নার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
মান্নার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
জামিন পেলেন সেই শহিদুল
তারেক রহমানকে কটূক্তি জামিন পেলেন সেই শহিদুল
বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন
বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন