টপ নিউজ
খালেদা জিয়ার জানাজায় মৃত নিরবের পরিবারের পাশে তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
১ জানুয়ারী ২০২৬, ১২:৫০ পি.এম.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যু হয় জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা, নিরব হোসেনের।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন বুধবার রাতে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাড়িতে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।
ডা. পারভেজ রেজা জানান, জানাজায় মানুষের প্রচণ্ড ভিড়ের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। এ সময় ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দও পরিবারের পাশে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
ভিওডি বাংলা/জা





