• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার শোক বইতে রাজনাথ সিংয়ের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০২:৫৫ পি.এম.
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং -ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শোক বইতে নিজের বার্তা লিখে স্বাক্ষর করেন তিনি।

শোকবার্তায় রাজনাথ সিং লেখেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। এই দুঃসময়ে তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

হাইকমিশনে পৌঁছালে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এরপর সেখানে কর্মরত কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। পরে তিনি শোক বইতে স্বাক্ষর করেন এবং খালেদা জিয়ার ছবির সামনে দাঁড়িয়ে দু’হাত তুলে নীরবে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে স্মরণে হাইকমিশনে একটি শোক বই খোলা হয়েছে। এতে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা শোকবার্তা লিখছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের একজন শীর্ষ মন্ত্রীর এমন সরাসরি শোক প্রকাশ দ্বিপক্ষীয় সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতিফলন। এটি দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও একটি ইতিবাচক বার্তা বহন করে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘর শোকবার্তা
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘর শোকবার্তা
নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান-ভেনেজুয়েলা
নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ইরান-ভেনেজুয়েলা
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন রাহুল গান্ধী
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন রাহুল গান্ধী