• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন বছরে টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি

বিনোদন ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ পি.এম.
চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি। ছবি-সংগৃহীত

নতুন আশা আর প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে নতুন বছর ২০২৬ সাল। বছরের প্রথম দিনেই সামাজিকমাধ্যমে শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানিয়েছেন চাওয়া কিংবা প্রত্যাশার কথা। এর থেকে বাদ পড়েননি শোবিজ তারকারাও।  

নতুন বছর নিয়ে নানা ভাবনার কথা প্রকাশ করছেন চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য, কণ্ঠশিল্পী, গীতিকার, সুরকার শারমীন সুলতানা সুমি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করে এই শিল্পী বলেন, নতুন বছরে একটাই চাওয়া, কপালের টিপটা যাতে ঠিকঠাক মাঝখানে পরতে পারি। জাদুর শহরে ২০২৬ সালকে স্বাগত।

ভক্ত-অনুরাগীরা সুমির প্রশংসা করার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন। একজন লেখেন, ‘মির্জা গালিব আপনাকে দেখলে কবিতা রচনা করতো।

’ শিজুল ইসলাম লেখেন, ‘ছোট টিপে তোকে ভালো লাগছে। হ্যাপি নিউ ইয়ার ২০২৬।’ 

রিয়াজ উদ্দিন লেখেন, ‘পূর্ণতা।’ তুলতুলি লেখেন, “চাওয়াটা পূর্ণতা পাক রে।

’ নতুন গানের দাবি জানিয়ে আল আমিন লেখেন, ‘নতুন বছরে নতুন গান চাই আপু।’  

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর অভিনেত্রীর মৃত্যু
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর অভিনেত্রীর মৃত্যু
খালেদা জিয়ার প্রয়াণে পরীমণির আবেগঘন শোক
খালেদা জিয়ার প্রয়াণে পরীমণির আবেগঘন শোক
খালেদা জিয়ার প্রয়াণে শোকেস্তব্ধ বিনোদনসহ সর্বস্তরের মানুষ
খালেদা জিয়ার প্রয়াণে শোকেস্তব্ধ বিনোদনসহ সর্বস্তরের মানুষ