• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শিক্ষা প্রশাসন

স্থগিত পরীক্ষার নতুন তারিখ নিয়ে যা জানালেন শামসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

জাতীয় শোক দিবস পালনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২ জানুয়ারি (শুক্রবার) এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ এই দিবস উপলক্ষে তা পেছানো হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, “জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২ জানুয়ারির সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।” তিনি আরও জানান, স্থগিত হওয়া পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ হিসেবে ৯ জানুয়ারির প্রস্তাব এসেছে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, তবে দ্রুত পর্যালোচনা করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এর আগে বুধবার বিকেলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’র একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে—এমন গুজব ছড়িয়ে পড়ে। অনেক ফেসবুক পেজ ও আইডি থেকে পরীক্ষাটি বাতিল বা পেছানো হয়েছে বলে দাবি করা হয়। তবে শুরুতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এসব তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানায় এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২ জানুয়ারিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়।

ডিপিইর পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা ২ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছিল। একইসঙ্গে ২৭ ডিসেম্বর থেকে admit.dpe.gov.bd ওয়েবসাইটে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয় এবং পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হয়।

এদিকে, গুজবের সূত্রপাত ঘটে ডিপিইর আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের একটি পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর। গত ২৬ ডিসেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ওই পরীক্ষাটি বাতিলের কথা জানানো হয়। এর পরই অনেকেই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটিও স্থগিত হয়েছে বলে ধরে নেয় এবং বিভ্রান্তি ছড়াতে থাকে।

বর্তমানে জাতীয় শোক দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা স্থগিতের ঘোষণা আসায় বিভ্রান্তির অবসান ঘটেছে। ডিপিই জানিয়েছে, নতুন তারিখ নির্ধারিত হলেই বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।

পরীক্ষার্থীদের উদ্দেশে ডিপিই আবারও সতর্ক করে বলেছে, পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, বই, নোট, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ঘড়ি, পার্স বা ব্যাগ বহন সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ এসব সামগ্রী সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করলে তাৎক্ষণিক বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে না পড়তে প্রার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ধৈর্য ধরে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধ্যমিকের ২৮ ভাগ পাঠ্যবই এখনও ছাপাই হয়নি
মাধ্যমিকের ২৮ ভাগ পাঠ্যবই এখনও ছাপাই হয়নি
প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন
প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন
কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি : আসিফ নজরুল
কেবল ডিগ্রি নয়, সক্ষমতা ও শৃঙ্খলাও জরুরি : আসিফ নজরুল