• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গান নিয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়াচ্ছেন ডা. সাবরিনা রুবিন

বিনোদন ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজ দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের প্রখ্যাত কবি, লেখক ও গীতিকার ডা. সাবরিনা রুবিন। সম্প্রতি তার লেখা নতুন গান ‘এখানেই সব কিছু শেষ হোক’ ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা ব্যানার্জি গেয়েছেন। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার সঙ্গীত পরিচালক দেব গৌতম। গানটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এবং দর্শক-শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

গানটি ডা. সাবরিনা রুবিনের সাহিত্য ও সঙ্গীতের মিলনের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। তার বাংলা ও ইংরেজি সাহিত্য বিশ্বজুড়ে প্রশংসিত। ইংরেজি কাব্যগ্রন্থ ‘লিমিটলেস লাভ’ ও ‘সাডেন স্প্রিং অ্যাগেইন’ আন্তর্জাতিক পাঠক মহলে সমাদৃত। বাংলা বই ‘নিষিদ্ধ নির্বাসন’, ‘মাত্রাহীন সমীকরণ’ ও ‘বিহঙ্গী’ সাহিত্যপ্রেমীদের মধ্যে জনপ্রিয়।

বিশেষত, মানসিক স্বাস্থ্যকেন্দ্রিক কবিতার মাধ্যমে তিনি বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ২০২০ সালে তাকে পিকটোরিয়াল পোয়েট্রিতে সম্মানিত করা হয়। তিনি আন্তর্জাতিক মঞ্চে ইয়াসির আরাফাত ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড, চেকভ ব্রোঞ্জ অনার, গুজরাট সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা লাভ করেছেন।

ডা. সাবরিনা রুবিন ভারতের মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন এবং তামিল সিনেমায় বাংলা গীতিকথা লিখেছেন। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি শিল্পী হৈমন্তী শুক্লা, উষা উত্থুপ, দেব গৌতম এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পী শুভ্র দেব, শান শায়খ। এছাড়াও, তার লেখা ‘গডেস অফ গ্রীন’ কবিতার ছবি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

শুভমিতা ব্যানার্জি দীর্ঘ তিন দশক ধরে আধুনিক বাংলা গান, গজল ও শাস্ত্রীয় সংগীতের মাধ্যমে শ্রোতাদের হৃদয় জয় করছেন। এই গানটি তার কণ্ঠে নতুন মাত্রা পেয়েছে এবং শ্রোতাদের মধ্যে গভীর ছাপ ফেলেছে।

সম্প্রতি ডা. সাবরিনা রুবিন ‘রবীন্দ্রনাথ ঠাকুর মেমোরিয়াল লিটারারি অনার্স ২০২২’ সম্মাননাও লাভ করেছেন। গান এবং সাহিত্যিক অবদানের মাধ্যমে তিনি বাংলাদেশ ও আন্তর্জাতিক স্তরে নিজেদের শক্তিশালী ছাপ রেখেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর অভিনেত্রীর মৃত্যু
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর অভিনেত্রীর মৃত্যু
খালেদা জিয়ার প্রয়াণে পরীমণির আবেগঘন শোক
খালেদা জিয়ার প্রয়াণে পরীমণির আবেগঘন শোক
খালেদা জিয়ার প্রয়াণে শোকেস্তব্ধ বিনোদনসহ সর্বস্তরের মানুষ
খালেদা জিয়ার প্রয়াণে শোকেস্তব্ধ বিনোদনসহ সর্বস্তরের মানুষ