• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রিন্স মামুনের জামিন বাতিল, গ্রেপ্তারি পরোয়ানা জারি

আদালত প্রতিবেদক    ১ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ পি.এম.
প্রিন্স মামুন-ছবি-ভিওডি বাংলা

সৌদি আরবে ওমরাহ হজ পালনরত টিকটকার আব্দুল্লাহ আল মামুন, পরিচিত প্রিন্স মামুন হিসেবে, দেশে ফিরে দুঃসংবাদ পেয়েছেন। লায়লা আখতার ফরহাদকে বাসায় ঢুকে মারধরের মামলায় আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ বৃহস্পতিবার (১ জানুয়ারি) এই আদেশ দেন। মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ছিল একই দিনে। মামুন ওমরাহ পালনের কারণে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে আইনজীবী আশিকুল ইসলাম সময়ের আবেদন করেন। তবে বাদী লায়লা আদালতে হাজির হয়ে মামুনের জামিন বাতিলের আবেদন করেন।

বাদীর আইনজীবী সরকার সাব্বির হোসেন (ফয়সাল) বলেন, প্রিন্স মামুনের বিরুদ্ধে অন্য আদালতে ধর্ষণ মামলা বিচারাধীন। ওই মামলা তুলে নিতে তিনি লায়লার বাসায় প্রবেশ করে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

শুনানি শেষে আদালত মামুনের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ মার্চ দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়েছে, ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুন ও লায়লার পরিচয় হয়। গত ১০ মে ভোর সাড়ে ৫টার দিকে তিনি লায়লার ক্যান্টনমেন্ট ডিওএইচএস-এর বাসায় যান। সেখানে তিনি লায়লার আগের মামলা ও জিডি তুলে নিতে হুমকি দেন। অস্বীকৃতি জানালে লাইভে গিয়ে তাকে ও তার পরিবারকে গালিগালাজ করেন।

পরবর্তীতে লাইভ বন্ধ করে লায়লাকে মারধর শুরু করেন এবং ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করেন। লায়লা হাত দিয়ে ছুরি ঠেকালে তিনি আহত হন। ঘটনার পর ক্যান্টনমেন্ট থানায় মামলার আবেদন করেন। ৩০ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আতিকুর রহমান সৈকত আদালতে মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মান্নার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
মান্নার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়: রাষ্ট্রপক্ষের আইনজীবী
জামিন পেলেন সেই শহিদুল
তারেক রহমানকে কটূক্তি জামিন পেলেন সেই শহিদুল
বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন
বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের মামলার আবেদন