মোবাইল ফোন ব্যবসায়ী
বিটিআরসি ভবনে ভাঙচুর, আটক ৫

এনইআইআর বাতিলের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ভাঙচুর চালিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দেখা যায়, বিটিআরসি ভবনের করিডোরের গ্লাস ভেঙে গেছে। ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করার ফলে মূল ভবনের গ্লাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিটিআরসি ভবনে দায়িত্ব পালন করা কয়েকজন আনসার সদস্য বলেন, দুপুর দুইটা থেকে আন্দোলন করছিলেন মোবাইলফোন ব্যবসায়ীরা। পরে বিকেল ৩টার দিকে তার ভাঙচুর চালান।
বিটিআরসি ভবনের পাশের গলিতে রাখা বিআরটিসির একটি বাসও ভাঙচুর করা হয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে বিটিআরসি ভবনে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ সময় অন্তত ৫ জনকে আটক করে সেনাবাহিনীর একটি গাড়িতে করে তুলে নিতে দেখা গেছে।
জানা গেছে, পূর্বঘোষিত এনইআইআর বাস্তাবায়ন হওয়ায় মোবাইল ফোন ব্যবসায়ীরা এই হামলা চালান। বিটিআরসি ভবনের বাইরে থেকে দুই রাস্তার দিক থেকে ঢিল মেরে এই ভাঙচুর চালানো হয়। তবে এ হামলায় বিটিআরসির কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির মুখে অবিক্রিত বা স্টকে থাকা মুঠোফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। গতকাল বুধবার সেই সময়সীমা শেষ হয়েছে।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বাহির থেকে আসা কিছু মোবাইল ব্যবসায়ী আন্দোলন করে বিটিআরসি ভবনে ভাঙচুর করেছে। এ সময় আমরা ও সেনাবাহিনী মিলে কয়েকজনকে গ্রেপ্তার করেছি। তবে, এদের মধ্যে যারা জড়িত তাদের যাচাইবাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ






