জামায়াতে ইসলামীর আমীর
আগেও একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে চাই

বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনি সেখানে যান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাতে ডা. শফিকুর রহমান গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এ সময় তিনি তারেক রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। পরে তিনি সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থে অতীতে বিএনপির সাথে এক হয়ে কাজ করেছে জামায়াতে ইসলামী, প্রয়োজনে ভবিষ্যতেও আবারও এক হয়ে কাজ করবে দলটি।
জামায়াত আমির বলেন, ‘একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি কিনা সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কথা বলেছি। অতীতে আমরা একসাথে কাজ করেছি ভবিষ্যতেও করতে পারি। আগামী ৫ বছর জাতির জন্য ভালো কিছু করতে পারি কিনা সেটাও আমরা আলোচনা করেছি। নির্বাচনের পর শপথ গ্রহণের আগে আমরা আবার একসাথে বসবো।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নির্বিঘ্ন হোক এটা আমরা কামনা করি। সংসদ নির্বাচন ও গণভোট হবে, ১২ তারিখের এই নির্বাচন নির্বিঘ্ন ও সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা।’
সমবেদনা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন লড়াই করে গেছেন। যারা ক্ষমতায় ছিলেন তারা খালেদা জিয়ার প্রতি অমানবিক আচরণ করেছে। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে বারবার আবেদন করা হয়েছিল, যতক্ষণে চিকিৎসায় গেছেন ততদিনে তার অনেক ক্ষতি হয়ে গেছে। তবে তিনি ইতিহাসের বিরল সম্মান নিয়ে চলে গেছেন, এই সম্মান তার পাওনা ছিল। আমরাও যদি জাতির জন্য এমন অবদান রাখতে পারি আমরাও এমন সম্মান পেতে পারি।’
ভিওডি বাংলা/সবুজ/এম




