নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের রায় কার্যকর করতে হবে সারজিস

শহীদ ওসমান হাদির খুনিদের ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে বিচার কার্যকর না করলে তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী।
সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যতবার কথা বলেছি, ততবারই সংস্কার ও বিচারের বিষয়টি সামনে এনেছি। শেখ হাসিনা বাংলাদেশের বহু মানুষকে খুন করেছেন। এরপর তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করার বিষয়ে আমরা প্রত্যাশিত গতি দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করা হোক।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে দিনে-দুপুরে হত্যা করা হলো। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত শনাক্ত আসামিদেরও ধরা যাচ্ছে না। তারা বাংলাদেশে, না ভারতে তা জানা যাচ্ছে না। আসামিরা যেখানেই থাকুক, আমাদের পরিষ্কার দাবি অন্তর্বর্তীকালীন সরকার যেন ১২ ফেব্রুয়ারির পূর্বেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় দেয় এবং তা কার্যকর করে।’
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনের আগে সরকার যদি এটা করতে না পারে, তবে এর চেয়ে বড় লজ্জা এই সরকারের জন্য আর কিছু হতে পারে না। তাই আমরা বারবার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি।’
এসময় এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ এমএইচ







