• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ, সূর্যের দেখা নেই

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
কুয়াশাছন্ন ঢাকার প্রকৃতি -ছবি-ভিওডি বাংলা

ঢাকাজুড়ে আজও শীত ও কুয়াশার প্রভাব অব্যাহত রয়েছে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও রাজধানীর আকাশে সূর্যের দেখা মেলেনি। মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকায় অনেক এলাকায় দৃষ্টিসীমা কমে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুষ্ক আবহাওয়ার মধ্যেই আজ ঢাকা ও আশপাশের এলাকায় কুয়াশার প্রভাব থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের অনুভূতি পুরোপুরি কাটার সম্ভাবনা কম।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে
মধ্যরাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
মধ্যরাতে ঢাকায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
আজ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত
খালেদা জিয়ার জানাজা আজ ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত