আলেম-ওলামাদের মর্যাদা রক্ষায় বিএনপি আপসহীন: হাবিব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বিএনপি সবসময় ইসলামি মূল্যবোধ রক্ষা ও আলেম-ওলামাদের সম্মান প্রদানে আপসহীন অবস্থানে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর মাদারটেক পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে মাদারটেক কবরস্থানে শায়িত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। আমি মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি সবসময় বলতেন বিএনপি যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে আলেম-ওলামাদের মর্যাদার সর্বোচ্চ আসনে রাখা হবে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া আলেম-ওলামাদের ওপর নিপীড়ন ও নির্যাতনের বিষয়গুলো নিয়ে সবসময় সোচ্চার ছিলেন। তিনি বলতেন, যারা এ দেশে আলেম-ওলামাদের কারাবন্দি ও নির্যাতন করেছে, একদিন তাদের বিচার অবশ্যই হবে। একই সঙ্গে তিনি দেশের ইসলামি মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় সব ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশনা দিতেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী আদর্শ ও মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনা করেছেন বলে তিনি জানান। আলেম-ওলামাদের সম্মান জানিয়ে তাদের পরামর্শ গ্রহণ করতেন। বিএনপি সেই পথেই রাজনীতি করে যাচ্ছে এবং আগামীতেও ইসলাম প্রতিষ্ঠা ও প্রচারে আলেম-ওলামাদের পাশে থাকবে।
তিনি দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি ২৪ জুলাই ও আগস্টের আন্দোলনে শহীদদের, স্বৈরাচারবিরোধী আন্দোলনে রক্তদানকারী সহযোদ্ধাদের এবং সম্প্রতি নিহত শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি এই এলাকার সন্তান। এই মাদারটেক কবরস্থান ঘিরেই আমার বেড়ে ওঠা। অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের উপদেশ ও দোয়া নিয়ে আমি যেন ব্যক্তি ও রাজনৈতিক জীবনে খারাপকে পরিহার করতে পারি এবং ভালোকে ধারণ করে এলাকার উন্নয়নে কাজ করতে পারি এই দোয়া কামনা করছি।
বিএনপি কখনো কোনো স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি জানিয়ে তিনি জানান, দেশের মানুষের স্বার্থের প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থানে থেকেছে। আগামীতেও একটি স্বৈরাচারমুক্ত, শান্তিপূর্ণ ও ইসলামি মূল্যবোধসমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি উপস্থিত অতিথিবৃন্দ, আলেম-ওলামা ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাই যেন ঈমান ও আমলের সঙ্গে মৃত্যুবরণ করতে পারে এই কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
ভিওডি বাংলা/জা





