• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার কবর জিয়ারতে জাইমাসহ পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ১১:৪২ এ.এম.
জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে জাইমাসহ পরিবারের সদস্যরা-ছবি সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে যান তারা।

সকাল সাড়ে ১০টার দিকে জাইমা রহমান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান। এ সময় তার সঙ্গে পরিবারের প্রায় ২০ জন সদস্য উপস্থিত ছিলেন। তারা কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন। জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা জিয়া উদ্যান ত্যাগ করেন।

জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা। উপস্থিত সবাই নীরবতা ও সংযমের মধ্য দিয়ে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফন অনুষ্ঠানে পরিবারের সদস্যদের পাশাপাশি দলের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দাফনের আগে মরহুমার প্রতি সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মনে করেন তার সমর্থকরা। তার ইন্তেকালে দেশ হারিয়েছে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারেক রহমানের সঙ্গে বৈঠক, যা বললেন সাদিক কায়েম
তারেক রহমানের সঙ্গে বৈঠক, যা বললেন সাদিক কায়েম
বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক খালেদা জিয়া: আলাল
বাঙালি নারীর প্রেরণা, শক্তি ও সাহসের প্রতীক খালেদা জিয়া: আলাল
নিরব নিস্তব্ধ গুলশানের বাসা ‘ফিরোজা’
খালেদা জিয়ার মৃত্যু নিরব নিস্তব্ধ গুলশানের বাসা ‘ফিরোজা’