• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক ৩ দুর্ঘটনা, আহত ২০

মুন্সীগঞ্জ প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ১২:২২ পি.এম.
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ -ছবি-ভিওডি বাংলা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনার স্থানগুলো হলো শ্রীনগর উপজেলার বেজগাঁও বাসস্টপেজের সামনে, ছনবাড়ী ব্রিজের ওপর এবং লৌহজং উপজেলার খানাবাড়ি চৌরাস্তার ওজোন স্টেশনের সামনে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাত দেরটার দিকে ছনবাড়ী ব্রিজ এলাকায় প্রথম দুর্ঘটনার খবর আসে। ঘন কুয়াশার মধ্যে দ্রুতগতির একটি বাস ব্রিজে উঠার সময় সামনে চলন্ত একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে বাসটির পেছনে থাকা আরেকটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে তিনটি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। বাসচালক রিপন মিয়া (৫৫) গাড়ির ভেতরে আটকে গেলে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময়ের চেষ্টায় তাকে উদ্ধার করেন।

ভোরের দিকে উত্তর মেদেনী মণ্ডল মিনার মসজিদের পাশ ও খানাবাড়ি চৌরাস্তার কাছে আরও দুটি দুর্ঘটনা ঘটে। একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের সংঘর্ষে চালক আটকে পড়েন। কাভার্ড ভ্যানটি কেরানীগঞ্জ থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল এবং এতে আকিজ কোম্পানির মালামাল ছিল।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন বাসচালক রিপন মিয়া, সুপারভাইজার মো. মানিক মিয়া ও অন্যান্য ২০ জন। আহতদের প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ফরিদপুরে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার ফলে এক্সপ্রেসওয়ে সাময়িকভাবে বন্ধ থাকে। পরে বিকল্প ব্যবস্থা হিসেবে ছনবাড়ী ব্রিজের নিচ দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। ফায়ার সার্ভিস জানায়, ঘন কুয়াশার কারণে কম দৃশ্যমানতায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাস ও কাভার্ড ভ্যান হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত ৪, আহত ১
পুঠিয়ায় ট্রাকচাপায় নিহত ৪, আহত ১
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে প্রচারণা চালাচ্ছে শিক্ষার্থীরা
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস বন্ধে প্রচারণা চালাচ্ছে শিক্ষার্থীরা
গোয়ালন্দে গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন ব্যবসায়ী সর্বশান্ত
গোয়ালন্দে গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন ব্যবসায়ী সর্বশান্ত