সেভিয়ার মালিকানা দৌড়ে সার্জিও রামোস

লা লিগার ঐতিহ্যবাহী ক্লাব সেভিয়ার মালিকানা বদল নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে কথাবার্তা এগোলেও হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছে নতুন এক নাম—স্প্যানিশ কিংবদন্তি ডিফেন্ডার সার্জিও রামোস। গুঞ্জন রয়েছে, ক্লাবটির মালিকানা নেওয়ার দৌড়ে সরাসরি নেমে পড়েছেন তিনি।
শৈশবে সেভিয়ার একাডেমিতে বেড়ে ওঠা রামোসের সঙ্গে একসময় ক্লাব সমর্থকদের সম্পর্ক তিক্ত হয়ে উঠলেও দ্বিতীয় দফায় সেভিয়ায় খেলে বিদায়ের আগে সেই দূরত্ব অনেকটাই ঘুচিয়ে নেন তিনি। ক্লাবের প্রতি সেই আবেগ ও টান থেকেই এবার সেভিয়ার মালিকানা নেওয়ার স্বপ্ন দেখছেন এই স্প্যানিশ তারকা—এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যমের।
এর আগে সেভিয়ার মালিকানা নিয়ে আলোচনায় ছিল একটি মার্কিন কনসর্টিয়াম। এমনকি ক্লাব পরিচালনায় ফেরানোর পরিকল্পনাও ছিল কিংবদন্তি স্পোর্টিং ডিরেক্টর মনচির। তবে আর্থিক ও কাঠামোগত মূল্যায়নে নতুন জটিলতা দেখা দেওয়ায় প্রস্তাবের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শেষ পর্যন্ত আলোচনা ভেঙে পড়ে।
এরপরই দৃশ্যপটে আসে নতুন মোড়। শুরুতে ধারণা করা হয়েছিল, রামোস হয়তো ‘মাইনর ইনভেস্টর’ হিসেবে যুক্ত হতে পারেন। কিন্তু স্প্যানিশ গণমাধ্যমের দাবি, এখন তিনি নিজেই একটি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন এবং ইতোমধ্যে শেয়ারহোল্ডারদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এখন পর্যন্ত রামোসের প্রস্তাবই নাকি সবচেয়ে বড়।
৩৯ বছর বয়সী সার্জিও রামোস বর্তমানে ফ্রি এজেন্ট। গত ডিসেম্বরের পর থেকে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন তিনি। ইউরোপে ফেরার ইচ্ছার কথাও আগেই জানিয়েছেন। এমন পরিস্থিতিতে সেভিয়ার মালিকানা যদি তার হাতেই আসে, তাহলে খেলোয়াড় হিসেবেও তাকে আবার ক্লাবটিতে দেখা যাবে কি না—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
এখনো সবকিছু নিশ্চিত নয়। তবে নতুন মালিকানা কাঠামো ও বোর্ড গঠনের সম্ভাবনা সেভিয়ার সামনে নতুন এক অধ্যায়ের দ্বার খুলে দিতে পারে। ক্লাবটির জন্য এটি হতে পারে ইতিহাসের বড় মোড় পরিবর্তনের সময়, আর সার্জিও রামোসের জন্য—খেলোয়াড়ি জীবনের পর ফুটবল অঙ্গনে একেবারে নতুন পরিচয়ে আত্মপ্রকাশের সুযোগ।
ভিওডি বাংলা/ আরিফ







