• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভক্তের সেলফিতে ভাইরাল ঐশ্বরিয়া-অভিষেক

বিনোদন ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৩:০৩ পি.এম.
নিউইয়র্কে ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন-ছবি সংগৃহীত

বলিউডের অন্যতম জনপ্রিয় ও আলোচিত তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন আবারও শিরোনামে। নতুন বছরের শুরুতেই তাদের একটি সাধারণ সেলফি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছুটি কাটানোর সময় এক ভক্তের অনুরোধে তোলা সেই ছবিটিই এখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, শীতের পোশাকে একেবারে স্বাভাবিক ও স্নিগ্ধ লুকে ধরা দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া। ভারী মেকআপ বা আড়ম্বরপূর্ণ সাজ ছাড়াই তার সরল উপস্থিতিই নজর কেড়েছে ভক্তদের। অন্যদিকে কালো পোশাকের সঙ্গে লাল চশমা পরে ক্যাজুয়াল স্টাইলে দেখা গেছে অভিষেককে। দু’জনেরই মুখে ছিল স্বস্তির হাসি, যা তাদের নিরিবিলি ছুটি কাটানোর ইঙ্গিত দেয়।

এর আগে মুম্বাই বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল ঐশ্বরিয়া ও অভিষেককে। সে সময় তাদের সঙ্গে ছিলেন কন্যা আরাধ্যাও। বরাবরই ব্যক্তিগত জীবনকে গণমাধ্যমের আলো থেকে দূরে রাখতে চান এই দম্পতি। তবে মাঝেমধ্যে এমন সাধারণ মুহূর্তেই তারা ভক্তদের সামনে ধরা দেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, বাবা-মাকে ঘিরে চলা গুঞ্জন বা খবর সম্পর্কে আরাধ্যা কতটা জানে-তা তিনি আশা করেন না। তার ভাষায়, “ও খুব পরিণত একটা মেয়ে। ফোনও ব্যবহার করে না। বন্ধুদের যোগাযোগ করতে হলে ওর মায়ের ফোনেই করতে হয়। এটা আমরা অনেক আগেই ঠিক করেছি।” সন্তানকে স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ পরিবেশে বড় করার চেষ্টাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

ঐশ্বরিয়া ও অভিষেকের সম্পর্কের শুরু ২০০০-এর দশকের গোড়ায়। ‘ধুম টু’ ও ‘গুরু’ ছবিতে একসঙ্গে কাজ করতে করতেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০০৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১১ সালে তাদের একমাত্র সন্তান আরাধ্যার জন্ম হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তারা খুব কমই ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে এনেছেন।

কাজের ক্ষেত্রে ঐশ্বরিয়াকে সর্বশেষ দেখা গেছে মণি রত্নমের ‘পন্নিয়িন সেলভান: টু’ (২০২৩) ছবিতে। আপাতত নতুন কোনো প্রজেক্টের ঘোষণা নেই তার। অন্যদিকে অভিষেকের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কালিধর লাপাতা’। সামনে তাকে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে শাহরুখ খান ও সুহানা খানও অভিনয় করছেন।

সব মিলিয়ে, একটি সাধারণ সেলফিই আবারও প্রমাণ করল-ঐশ্বরিয়া ও অভিষেকের প্রতি ভক্তদের আগ্রহ আজও অটুট। আড়ম্বর নয়, বরং তাদের স্বাভাবিক ও ব্যক্তিগত মুহূর্তই দর্শকদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার
নববর্ষ বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা-কেউ কোথায়?
নববর্ষ বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা-কেউ কোথায়?
‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, রেখে গেছেন আশীর্বাদ’: বেবী
‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, রেখে গেছেন আশীর্বাদ’: বেবী