• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইরানের রাজপথে গণজাগরণ

পানাহির চোখে ‘ইতিহাস এগোনোর অভ্যুত্থান’

বিনোদন ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৩:২২ পি.এম.
ইরানের বিশ্বখ্যাত চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি-ছবি: সংগৃহীত

ইরানের রাজপথে চলমান গণবিক্ষোভকে কেবল প্রতিবাদ হিসেবে নয়, বরং “ইতিহাসকে এগিয়ে নেওয়ার এক অভ্যুত্থান” হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, জনগণের এই আন্দোলন আর নালিশের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি পরিবর্তনের দৃঢ় ঘোষণা।

‘দ্য হোয়াইট বেলুন’ খ্যাত এই নির্মাতা লেখেন, আমাদের যৌথ বেদনা এখন রাস্তায় এক আর্তনাদে রূপ নিয়েছে। টানা চার দিন ধরে মানুষ অভিযোগ জানাতে নয়, বরং পরিবর্তনের দাবি জানাতে রাজপথে দাঁড়িয়ে আছে। তার মতে, এই আন্দোলন জনগণের সাহস, ঐক্য ও সংকল্পের বহিঃপ্রকাশ।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়। রাজধানী তেহরানে দোকানদারদের মাধ্যমে শুরু হওয়া এই প্রতিবাদে পরে শিক্ষার্থীরাও যুক্ত হন। ফলে বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে এবং এটি একটি বিস্তৃত সামাজিক আন্দোলনের রূপ নেয়।

চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কার পাম দ’অর জয়ী এই নির্মাতা আরও বলেন, “এই অভ্যুত্থান হলো এগিয়ে যাওয়ার, অগ্রসর থাকার এবং ইতিহাসকে সামনে নিয়ে যাওয়ার এক দৃঢ় প্রত্যয়।” তার বক্তব্যে স্পষ্ট, এই আন্দোলন তাৎক্ষণিক কোনো দাবি নয়, বরং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

বিশ্লেষকদের মতে, ইরানের বর্তমান পরিস্থিতিতে পানাহির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের এমন বক্তব্য আন্দোলনকে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে নিয়ে এসেছে। ফলে এই গণবিক্ষোভ কেবল অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনা নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার
নববর্ষ বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা-কেউ কোথায়?
নববর্ষ বরণে রণবীর-দীপিকা থেকে বিজয়-রাশমিকা-কেউ কোথায়?
‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, রেখে গেছেন আশীর্বাদ’: বেবী
‘তিনি মানুষের দোয়া নিয়ে গেছেন, রেখে গেছেন আশীর্বাদ’: বেবী