• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সমাধিসৌধ পরিদর্শনে কিম জং উনের কন্যা

আন্তর্জাতিক ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৪:০১ পি.এম.
দাদা কিম জং ইল ও প্রপিতামহ কিম ইল সুংয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন জু অ্যা-ছবি সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কন্যা জু অ্যার সাম্প্রতিক একটি প্রকাশ্য উপস্থিতি আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রথমবারের মতো তিনি পিয়ংইয়ংয়ের ঐতিহাসিক কুমসুসান সমাধিসৌধে গিয়ে তার দাদা কিম জং ইল ও প্রপিতামহ কিম ইল সুংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শুক্রবার (২ জানুয়ারি) এ সংক্রান্ত ছবি প্রকাশ করে।

কিম ইল সুং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং দেশটির রাজনৈতিক সংস্কৃতিতে তার ভূমিকা প্রায় পৌরাণিক মর্যাদায় উন্নীত। তার রক্তধারাকে কেন্দ্র করেই ‘পাইকতু রক্তধারা’ ধারণাটি গড়ে উঠেছে, যা ক্ষমতার বৈধতা ও উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বিশ্লেষকদের মতে, এই সমাধিসৌধে জু অ্যার উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির অংশ হিসেবে এটি প্রতীকী গুরুত্ব বহন করছে।

ধারণা করা হয়, জু অ্যার জন্ম ২০১০ সালের শুরুর দিকে। ২০২২ সালে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে বাবার পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি প্রথমবার জনসমক্ষে আসেন। এরপর থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি ধারাবাহিকভাবে বেড়েছে। নববর্ষ উদযাপন, সামরিক কুচকাওয়াজ এবং কূটনৈতিক কার্যক্রমে তার অংশগ্রহণ দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

গত সেপ্টেম্বরে বাবার সঙ্গে বেইজিং সফরের মাধ্যমে তিনি প্রথমবারের মতো বিদেশ ভ্রমণ করেন। এতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ধারণা জোরালো হয়েছে যে, তাকে উত্তর কোরিয়ার সম্ভাব্য চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে।

উত্তর কোরিয়ায় কখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরির নাম ঘোষণা করা হয় না। বরং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া জনসমক্ষে উপস্থিতি, দায়িত্ব প্রদান এবং রাষ্ট্রীয় প্রচারণার মধ্য দিয়ে ধীরে ধীরে গড়ে তোলা হয়। সেই প্রেক্ষাপটে কুমসুসান সমাধিসৌধে জু অ্যার উপস্থিতিকে ভবিষ্যৎ নেতৃত্বের এক নীরব বার্তা হিসেবেই দেখছেন অনেকে।

যদিও এখনই তাকে আনুষ্ঠানিক উত্তরসূরি বলা হচ্ছে না, তবে তার ক্রমবর্ধমান দৃশ্যমানতা স্পষ্ট করে যে উত্তর কোরিয়ার ক্ষমতার ধারাবাহিকতা রক্ষায় নতুন প্রজন্মকে সামনে আনার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই যুগে ‘কলেজ ড্রপআউট’ কি সত্যিই সাফল্যের শর্টকাট?
এআই যুগে ‘কলেজ ড্রপআউট’ কি সত্যিই সাফল্যের শর্টকাট?
ঘন কুয়াশায় ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ৪ ফ্লাইট
ঘন কুয়াশায় ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ৪ ফ্লাইট
দার্জিলিংয়ে শীতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিংয়ে শীতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস