• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০৪:৫১ পি.এম.
খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে তারেক রহমান। ছবি-ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা করা হয়। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাও. আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। এ সময় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মানুষ।

বেগম খালেদা জিয়া'র রূহের মাগফিরাত কামনায় গুলশান আজাদ মসজিদে দোয়ার আয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

এছাড়াও বেগম খালেদা জিয়া'র রূহের মাগফিরাত কামনায় বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, শাসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর বুধবার থেকে ২ জানুয়ারি শুক্রবার পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

শোকের শেষ দিন আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় শাখার পরিচালক মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষর করা এক সরকারি চিঠিতে জানানো হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করা হবে।

গত মঙ্গলবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার- আমান
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার- আমান
রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু
রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু
খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল
খালেদা জিয়ার কবর জিয়ারতে নেতাকর্মীদের ঢল