• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে অংশ নিচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

নিজস্ব প্রতিবেদক    ২ জানুয়ারী ২০২৬, ০৭:০৭ পি.এম.
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। সংগৃহীত ছবি

ইসলামী গণতান্ত্রিক পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে না। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মনোনয়ন জমা দেওয়া হবে না, বলে জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। 

শুক্রবার (২জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এম আউয়াল বলেন, আমাদের দল ইসলামী গণতান্ত্রিক পার্টির যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারা উহ্য করেছেন বা কেউ করবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারাদেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিলো। কিন্তু সরকার কোনওভাবে সমান মাঠ তৈরি করতে পারেনি। ইতিহাসে এই সরকারকে নতুনভাবে চিহ্নিত করবে দেশের জনগণ।’

তিনি বলেন, ‘আমার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১। এই এলাকায় বিএনপির মনোনীত প্রার্থীর ত্রাসের কারণে আমার অনুসারীরা কার্যক্রমই শুরু করতে পারেনি। পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন বিধি ভঙ্গ করে কুৎসা, ঘৃণা ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত বিষয়, ষড়যন্ত্রমূলক স্বাভাবিক আইনি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রার্থীদের হেয় প্রতিপন্ন করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।’

এম আউয়াল বলেন, ‘নির্বাচনের প্রচারণায় নামার আগে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সুনির্দিষ্ট একটি দলের প্রার্থীরা চরিত্র হননও করছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অনুপস্থিতির কারণে ইসলামী গণতান্ত্রিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।’

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব
মূলত বাংলাদেশে বিচারবহির্ভূত ক্রসফায়ারের জনক শেখ মুজিব
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার- আমান
খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতির শিকার- আমান
রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু
রাজধানী থেকে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু