• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

হাসপাতালে ভর্তি ২০০

ভারতে দূষিত পানি ব্যবহারে ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ০৭:২৩ পি.এম.
সংগৃহীত ছবি

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোর শহরে পানিবাহিত সংক্রমণজনিত ডায়রিয়ার প্রাদুর্ভাবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০০ জনের বেশি মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় আইনপ্রণেতা ও স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় আইনপ্রণেতা কৈলাশ বিজয়ভার্গীয় জানান, শহরটিতে এখন পর্যন্ত অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোরের প্রধান চিকিৎসা কর্মকর্তা মাধব প্রসাদ হাসানী রয়টার্সকে মুঠোফোনে বলেন, শহরের ভাগীরথপুর এলাকায় খাবার পানির পাইপলাইনে লিকেজের কারণে পানি দূষিত হয়েছে। পরীক্ষায় পানির মধ্যে ব্যাকটেরিয়ার উপস্থিতিও নিশ্চিত হয়েছে। 

হাসানী বলেন, মৃতের সঠিক সংখ্যা নিয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে একই এলাকার ২০০ জনের বেশি মানুষ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। আক্রান্ত এলাকার পানির নমুনার চূড়ান্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় রয়েছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে জেলার প্রশাসনিক কর্মকর্তা শ্রাবণ ভার্মা জানান, পরিস্থিতি মোকাবিলায় ইন্দোর সিটি করপোরেশন চিকিৎসকদের একটি দল গঠন করেছে। তারা বাড়ি বাড়ি গিয়ে পানিশুদ্ধিকরণের জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে।

ভার্মা বলেন, পানির পরিবহন লাইনে একটি লিকেজ পয়েন্ট শনাক্ত করা হয়েছে, যা দূষণের কারণ হতে পারে। সেটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। তিনি আরও জানান, এখন পর্যন্ত ৮ হাজার ৫৭১ জনকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ৩৩৮ জনের মধ্যে হালকা উপসর্গ পাওয়া গেছে।

উল্লেখ্য, মধ্যপ্রদেশের ইন্দোর শহরকে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। টানা আট বছর ধরে দেশটির জাতীয় পরিচ্ছন্নতা র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে শহরটি।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এআই যুগে ‘কলেজ ড্রপআউট’ কি সত্যিই সাফল্যের শর্টকাট?
এআই যুগে ‘কলেজ ড্রপআউট’ কি সত্যিই সাফল্যের শর্টকাট?
ঘন কুয়াশায় ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ৪ ফ্লাইট
ঘন কুয়াশায় ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ৪ ফ্লাইট
দার্জিলিংয়ে শীতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিংয়ে শীতের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস