• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মালদ্বীপে ফেনী প্রবাসীদের ফুটসাল টুর্নামেন্টে বর্ষবরণ

ফেনী প্রতিনিধি    ২ জানুয়ারী ২০২৬, ০৭:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পুরনো বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি ও ব্যর্থতা পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশায় সারা বিশ্বের মতো মালদ্বীপেও নানা আয়োজনে ইংরেজি নতুন বছর ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মালদ্বীপে বসবাসরত ফেনীর প্রবাসীরা ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের (ইউএফএফসি) উদ্যোগে ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানান।

আয়োজকদের জানান, প্রবাসীদের এই ইংরেজি বর্ষবরণ ফুটসাল ম্যাচের মূল উদ্দেশ্য হলো—দিনভর কর্মব্যস্ততার পর খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মানসিক প্রশান্তি ও আনন্দের সুযোগ সৃষ্টি করা।

ইংরেজি বর্ষবরণ উপলক্ষে আয়োজিত ফুটসাল টুর্নামেন্টের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, আবদুল মান্নান, মোস্তফা কামাল জিসান, তারেক হোসেন, নিজাম উদ্দিন, শাহ আলম, এমরান হোসেন, ওমর ফারুক, মনির হোসেন, আকরাম বাদশা, আরিফুল ইসলাম, জনি, জুয়েল, পমেল ও রাকিবসহ আরও অনেকে।

নতুন বছরের প্রথম প্রহরে ইউনাইটেড ফেনী ফুটবল ক্লাবের সদস্য বিন্দু বলেন, যুদ্ধ ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও ২০২৬ সাল বিশ্ববাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির বার্তা বয়ে আনবে—এমনটাই আমাদের প্রত্যাশা। তিনি মালদ্বীপে অবস্থানরত সব ফেনী প্রবাসীদের দেশটির আইন-কানুন মেনে চলার আহ্বান জানান এবং সবার জন্য দোয়া কামনা করেন।

ভিওডি বাংলা/ জহির আদনান/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ইবি ছাত্রদল খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড
ড. এইচ এম হামিদুর রহমান এর মনোনয়ন বাতিল
জামায়াত নেতা ড. এইচ এম হামিদুর রহমান এর মনোনয়ন বাতিল