ইবি ছাত্রদল
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাখা ছাত্রদলের উদ্যোগে এই দোয়ার আয়োজন করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান। এসময় বেগম জিয়ার আত্মার শান্তি, তার পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।দোয়া অনুষ্ঠানে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপি’র অন্যতম প্রধান নেতা হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজনৈতিক সংস্কৃতিতে নারীর অবস্থান শক্তিশালী করেন। তিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে প্রয়াত হন। তার জানাজা ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় এবং একই দিন তাকে শাহী আবন্তরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ







