• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পাবনা-১

দুই স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতার মনোনয়ন বাতিল

   ২ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পি.এম.
ইউনুস আলী ও খায়রুন নাহার খানম মিরু। ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী দুই বিএনপি নেতার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। 

প্রার্থীতা বাতিল হওয়া দুজন হলেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম ও কেন্দ্রীয় তাঁতীদলের সহ-সভাপতি ইউনুস আলী। 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, ৬৮ পাবনা ১ আসনে মনোনয়ন দাখিল করেন মোট ৭ জন প্রার্থী। এদের মধ্যে সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর সহ তথ্যগত ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী খায়রুন নাহার খানমের প্রার্থীতা বাতিল করা হয়।

এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী ইউনুস আলী দাখিলকৃত মনোনয়নে বিএনপি প্রার্থী দাবি করলেও দলীয় প্রধান কর্তৃক কোনো প্রত্যয়ন না থাকায় তার প্রার্থীতা বাতিল করা হয়। এ প্রার্থীরও সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর ও তথ্যগত ত্রুটি রয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন বলেও জানান এ কর্মকর্তা।

সাঁথিয়া ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৪০ হাজার ৯৩১। আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নাজিবুর রহমান রহমান মোমেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল গণি দলীয় প্রার্থী হয়েছেন। এছাড়া যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদুল হক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। দাখিলকৃত মনোনয়নে ত্রুটি না থাকায় তাদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার।

ভিওডি বাংলা/ এম এস রহমান/ আ পাবনা।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ইবি ছাত্রদল খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড
মাদারীপুরে অতিথি পাখি হত্যার দায়ে যুবকের কারাদণ্ড
ড. এইচ এম হামিদুর রহমান এর মনোনয়ন বাতিল
জামায়াত নেতা ড. এইচ এম হামিদুর রহমান এর মনোনয়ন বাতিল