• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সত্যিই কি ১৫০ বডিগার্ড রয়েছেন তান্যা মিত্তালের?

বিনোদন ডেস্ক    ২ জানুয়ারী ২০২৬, ১০:৪০ পি.এম.
তান্যা মিত্তাল। সংগৃহীত ছবি

ভারতের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও ‘বিগ বস’ খ্যাত তান্যা মিত্তালকে ঘিরে নেট দুনিয়ায় দীর্ঘদিন ধরেই একটি অদ্ভুত জল্পনা চলছে—তিনি যেখানে যান, সেখানে নাকি সঙ্গে থাকে অন্তত ১৫০ জন দেহরক্ষী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দাবি সম্পূর্ণভাবে নাকচ করেছেন জনপ্রিয় এই নেট-তারকা।

ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তান্যা মিত্তাল বলেন, ‘১৫০ জন দেহরক্ষী রাখার বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমি কখনো এমন কোনো দাবি করিনি। কেউ এমন একটি ভিডিও দেখাতে পারবে না, যেখানে আমি দেড়শো দেহরক্ষীর কথা বলেছি। এগুলো সম্পূর্ণ মনগড়া কথা।’

তবে নিরাপত্তার স্বার্থে ব্যক্তিগত দেহরক্ষী থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তান্যার ভাষায়, ‘আমার নিরাপত্তার জন্য দেহরক্ষী রয়েছে, কিন্তু সেই সংখ্যা কখনোই দেড়শো নয়।’

তান্যা মিত্তাল।

এই ভুল ধারণার পেছনের কারণও ব্যাখ্যা করেছেন তান্যা। তিনি জানান, ‘বিগ বস’-এর সহপ্রতিযোগী জিশান খানের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেছিলেন, তার প্রতিষ্ঠানে ১৫০ জন কর্মী কাজ করেন। জিশান মজা করে সেই কর্মীদেরই দেহরক্ষী হিসেবে উল্লেখ করেন। সেই কথাই পরে সামাজিক মাধ্যমে ভুলভাবে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।’

আধ্যাত্মিক বিষয়ক কনটেন্ট ও লাইফস্টাইল ভিডিওর মাধ্যমে পরিচিতি পাওয়া তান্যা মিত্তালের সফল প্রসাধনী ও পোশাকের ব্যবসাও রয়েছে। ‘বিগ বস’-এ অংশগ্রহণের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে। বর্তমানে তিনি অভিনয়ের বিভিন্ন প্রস্তাবও পাচ্ছেন।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তান্যা মিত্তালের মাসিক আয় প্রায় ৬ লাখ রুপি এবং তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ২ কোটি রুপি।

ভিওডি বাংলা/ আ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরে টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি
নতুন বছরে টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি
খালেদা জিয়ার জন্য প্রার্থনা অপূর্বর
খালেদা জিয়ার জন্য প্রার্থনা অপূর্বর
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার
ভাঙলো কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার দ্বিতীয় সংসার