• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভারত–শ্রীলঙ্কার কন্ডিশন নজর রেখে প্রোটিয়াদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক    ৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ এ.এম.
ভারত–শ্রীলঙ্কার কন্ডিশন নজর রেখে প্রোটিয়াদের দল ঘোষণা। সংগৃহীত ছবি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনকে গুরুত্ব দিয়ে এইডেন মার্করামকে অধিনায়ক করে দল সাজিয়েছে প্রোটিয়ারা। ঘোষিত স্কোয়াডে ২০২৪ সালের বিশ্বকাপে খেলা সাতজন ক্রিকেটার রয়েছেন।

অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা উইকেটকিপার–ব্যাটার কুইন্টন ডি ককও বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। চোট কাটিয়ে ফিরেছেন গতিময় পেসার আনরিখ নরকিয়া। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেস আক্রমণের অন্যতম ভরসা কাগিসো রাবাদাও।

নতুন মুখ হিসেবে পেস ইউনিটে যুক্ত হয়েছেন তরুণ সেনসেশন কোয়েনা মাফাকা ও করবিন বশ। এই দুজনেরই এটি প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ। ব্যাটিং বিভাগে অভিজ্ঞ কুইন্টন ডি কক ও ডেভিড মিলারের সঙ্গে আছেন ‘বেবি এবি’ খ্যাত ডেওয়াল্ড ব্রেভিস এবং জেসন স্মিথ।

তবে দলে সবচেয়ে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছেন টনি ডি জর্জি। চোটের কারণে গত এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স ও সম্ভাবনা বিবেচনায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রেখেছে দল ব্যবস্থাপনা।

আগামী ফেব্রুয়ারি–মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি–টোয়েন্টি বিশ্বকাপ। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হিসেবে রয়েছে আফগানিস্তান, নিউজিল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ডনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, কোয়েনা মাফাকা, লুঙ্গি এনগিডি, জেসন স্মিথ, জর্জ লিন্ডে, করবিন বশ ও আনরিখ নরকিয়া।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নতুন বছরে বিশ্বকাপসহ ক্রিকেটে বাংলাদেশ কার সঙ্গে খেলবে
নতুন বছরে বিশ্বকাপসহ ক্রিকেটে বাংলাদেশ কার সঙ্গে খেলবে
চমক রেখে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
টি-টোয়েন্টি বিশ্বকাপ চমক রেখে শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন জেসন হোল্ডার
টি-টোয়েন্টিতে ইতিহাস গড়লেন জেসন হোল্ডার