• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে

রোববার থেকে বাড়ছে শীতের তীব্রতা

নিজস্ব প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ এ.এম.
বাড়ছে শীতের তীব্রতা। সংগৃহীত ছবি

দেশজুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। এরই মধ্যে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে জানুয়ারি মাসজুড়ে দেশে একাধিক দফায় তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে দেশের কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির বৈঠকে ২০২৬ সালের জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি এই পূর্বাভাস দেওয়া হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি জানুয়ারি মাসে দেশে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকাগুলোতে শীতের প্রকোপ সবচেয়ে বেশি অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা অনেক ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও তীব্র হবে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই।

এ বিষয়ে আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম বলেন, জানুয়ারি মাসে দেশে মোট পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি হবে মৃদু থেকে মাঝারি মাত্রার, যেখানে তাপমাত্রা ৮–১০ বা ৬–৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এক থেকে দুটি শৈত্যপ্রবাহ হবে মাঝারি থেকে তীব্র, তখন তাপমাত্রা নেমে যেতে পারে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে।

তিনি আরও বলেন, জানুয়ারি মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকার কথা থাকলেও শৈত্যপ্রবাহের দিনগুলোতে জনজীবনে স্থবিরতা দেখা দিতে পারে।

আগামীকাল থেকে বাড়বে শীত

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল দেশের সাতটি জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আজ শনিবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে শীতের তীব্রতা সামান্য কম অনুভূত হতে পারে। তবে আগামীকাল রোববার থেকে তাপমাত্রা আবার কমতে শুরু করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী—

৮.১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস: মৃদু শৈত্যপ্রবাহ, ৬.১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস: মাঝারি শৈত্যপ্রবাহ, ৪.১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস: তীব্র শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রির নিচে: অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, বর্তমানে শৈত্যপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমেছে এবং শনিবারও এই ধারা থাকতে পারে। তবে আগামীকাল থেকে আবার তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা
তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা
বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা