• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রকাশ্যে ‘দুর্বার’-এর ফার্স্ট লুক, আলোচনায় অপু

বিনোদন ডেস্ক    ৩ জানুয়ারী ২০২৬, ১১:৫১ এ.এম.
ঢালিউড কুইন অপু বিশ্বাস। সংগৃহীত ছবি

প্রায় দুই বছরের বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’–এর মাধ্যমে তার এই প্রত্যাবর্তন ঘটছে। সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

নতুন বছর উপলক্ষে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন নির্মাতা কামরুল হাসান ফুয়াদ। পোস্টারে অপু বিশ্বাসকে দেখা গেছে একেবারেই ভিন্ন ও রোমহর্ষক গেটআপে। রক্তে ভেজা মুখ, চোখে রহস্য আর দৃঢ় অভিব্যক্তি—দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথম এমন দুর্ধর্ষ রূপে ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

‘দুর্বার’-এর ফার্স্ট লুক,

এর আগে অপু বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে দ্রুতগতিতে ‘দুর্বার’ সিনেমার শুটিং এগিয়ে চলছে। ইতোমধ্যে তার অংশের প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সজল। সহশিল্পী হিসেবে সজলের অভিনয় দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসাও করেছেন অপু।

দীর্ঘ বিরতির পর অপুর বড় পর্দায় ফেরা প্রসঙ্গে নির্মাতা কামরুল হাসান ফুয়াদ বলেন, দর্শকরা এই সিনেমায় অপু বিশ্বাসকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন। গেটআপ, চরিত্র ও গল্প—সব দিক থেকেই এটি হবে তার ক্যারিয়ারের ব্যতিক্রমী একটি কাজ।

২০২৩ সালের পর বড় পর্দায় অপু বিশ্বাসের নিয়মিত উপস্থিতি না থাকলেও ‘দুর্বার’ সিনেমার মাধ্যমে ২০২৬ সালে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত মিলছে। পোস্টারে জানানো হয়েছে, ২০২৬ সালেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রযোজনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বছরের কোনো বড় উৎসবকে কেন্দ্র করেই মুক্তির পরিকল্পনা রয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মারা গেলেন ‘ছড়াসম্রাট’ সুকুমার বড়ুয়া
মারা গেলেন ‘ছড়াসম্রাট’ সুকুমার বড়ুয়া
গান নিয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়াচ্ছেন ডা. সাবরিনা রুবিন
গান নিয়ে আন্তর্জাতিক প্রশংসা কুড়াচ্ছেন ডা. সাবরিনা রুবিন
নতুন বছরে টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি
নতুন বছরে টিপটা যাতে ঠিকঠাক পরতে পারি: সুমি