• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তথ্য উপদেষ্টা

পরাজিত শক্তিকে মোকাবিলায় সঠিক সংবাদ প্রচারের আহ্বান

সিলেট প্রতিনিধি    ৩ জানুয়ারী ২০২৬, ১২:২৯ পি.এম.
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সংগৃহীত ছবি

সিলেটে সাংবাদিকদের উদ্দেশে নির্বাচনে দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরাজিত শক্তি এখনও সক্রিয়, তবে তাদের ক্ষমতা অভ্যুত্থানকারী শক্তির তুলনায় কম।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সিলেট প্রেসক্লাবে নির্বাচন বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য সচিব ফারজানা মাহবুব, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ। সভার উপস্থাপনা করেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে দেশের মানুষ যেন বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটের মাধ্যমে গণভোটে অংশগ্রহণ করেন। তিনি উল্লেখ করেন, বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা-র ঘটনা পরাজিত শক্তির কর্মকাণ্ড বলে মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা সাংবাদিকদেরও পরামর্শ দেন, নির্বাচনী সংবাদ পরিবেশনে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে জনগণকে সঠিক তথ্য প্রদানে সক্রিয় থাকতে।

কর্মশালায় সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ : হান্নান মাসউদ
প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ : হান্নান মাসউদ
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা
সারজিস ও নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার
পঞ্চগড়-১ সারজিস ও নওশাদের একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার