• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে : রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৩ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ পি.এম.
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

‘খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র সমুন্নত থাকবে উল্লেখ করে রুহুল কবির রিজভী বণেন, ‘‘ মায়ের দেখানো পথ ধরেই তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাবেন।”

শনিবার সকালে শেরে বাংলা নগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য  ধারণ করে… আমরা সেই পথ ধরে, তার দেখার পথ ধরেই আমরা এগিয়ে যাবো, জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ সংগঠন এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাবে। তার দেখানো পথ দিয়ে এগিয়ে গেলেই আমরা গণতন্ত্র সমুন্নত রাখতে পারব, আমরা দেশের পতাকাকে ধরে রাখতে পারব, স্বাধীনতা স্বাধীনতাকে ধরে রাখতে পারব, সার্বভৌমত্বকে ধরে রাখতে পারব। সুতরাং তিনি যে প্রেরণা তিনি যে নিজের যন্ত্রণা সহ্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাবো।’

রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের  জ্যেষ্ঠ পুত্র দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন তার মায়ের প্রদর্শিত পথ ধরে তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিগন্তের দিকে। আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব যার জন্য প্রায় ৪৫/৪৬ বছর লড়াই করে গেছেন, নিরন্তর লড়াই করে গেছেন, নিরন্তর সংগ্রাম করে গেছেন বেগম খালেদা জিয়া।’

সকাল সাড়ে ১১টায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস,সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জ্যেষ্ঠ সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের নেতত্বে নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। পরে নেত্রীর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের অংশ নেন নেতা-কর্মীরা।

আওয়ামী লৗগ সরকার প্রতিহিংসামূলক মিথ্যা মামলায় সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন নিরযাতন করা, চিকিৎসা না দেয়া, ভুল চিকিৎসা দেয়ার কথা উল্লেখ করে

রিজভী বলেন, ‘এর মধ্যে বেগম খালেদা জিয়াকে পথিবী থেকে সরিয়ে দেয়ার অশুভ চক্রান্ত হয়েছে। কিন্তু তার যে অটুট মনোবল, তার যে ধরয্য আত্ম সংগ্রাম, তার যে সাহস, তার যে দঢ় প্রত্যয় যেকোনো হুমকির মুখে তাকে তার মাটি থেকে সরানো যায় না তার জলন্ত এক প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া।’

আমরা তাকে হারিয়েছি, বাংলাদেশ  এই ইস্পাত কঠিন এবং জনগণের একান্ত পক্ষের মানুষ জনগণের নেত্রী তাকে আমরা হারিয়েছি। আজকে জাতীয়তাবাদী মহিলা দল আব্বাস আহমেদের নে তারা এখানে দোয়া করেছেন তার আত্মার মাগফিরাতের মাগফিরাতের জন্য। গোটা জাতি যেখানে কাঁদছে, গোটা জাতির চোখ দিয়ে যখন অশ্রু ঝরছে তখন আমরা আর কি বলব? কেন এটি হয়েছে? কেন পরশুদিন সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানাজায় আসার যে দৃশ্য আমরা দেখেছি এটি তো অভূতপূর্ব। আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন, গৌরবান্বিত করেছেন জনগণের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, মানব কল্যাণের নেত্রীকে।

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে কত কুরুচিপূর্ণ কথা বলা হয়েছে, কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে। কিন্তু তার আত্মসংযমের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে দিয়ে তিনি প্রমাণ করেছেন যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা জনগণ থেকে ধিকত হয়  আর যারা সৌজন্য বোধ প্রিয়, যারা হাজার আক্রমণের মুখেও, হাজার বাজে কথা বলার পরেও যিনি একটি মাত্র খারাপ শব্দ, বাজে শব্দ তিনি উচ্চারণ করেন না তাকেই আল্লাহ মহিমান্বিত করেন। আজকে দেখুন পরশুদিন থেকে জনতার ঢাল নেমেছে এই কবর প্রাঙ্গনে। সারা বাংলাদেশের মানুষ আসছে, দোয়া করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য।’

ভিওডি বাংলা/ এমএম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ঢাকা-১৫ শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আতাউর রহমান সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ব্রাহ্মণবাড়ীয়া-৪ আসন আতাউর রহমান সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নির্বাচন কমিশনকে দলকানা না হওয়ার আহ্বান পাটওয়ারীর
নির্বাচন কমিশনকে দলকানা না হওয়ার আহ্বান পাটওয়ারীর