পাংশায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

'প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আত্ম অনুসন্ধান অনুষ্ঠিত হয়।
আত্ম অনুসন্ধান অনুষ্ঠানে মূখ্য আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। বিশেষ আত্ম-অনুসন্ধানী হিসেবে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. সাদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) প্রণব কান্তি বল এবং উপজেলা সমবায় অফিসার মো. সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আব্দুল গণি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বক্তারা সমাজসেবায় প্রযুক্তির ব্যবহার, মানবিক মূল্যবোধ ও আত্মঅনুসন্ধানের গুরুত্ব তুলে ধরে বলেন, সমতা ও কল্যাণভিত্তিক সমাজ গঠনে সমাজসেবার ভূমিকা অপরিসীম।
পরে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মদল, শ্রেষ্ঠ পরিবার (ঋণগ্রহীতা) এবং শ্রেষ্ঠ ব্যক্তি (ঋণগ্রহীতা)-এর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিকুল আলী।
ভিওডি বাংলা/ এস কে পাল সমীর/ আ



