• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবহাওয়া অফিস

দেশের ৬ জেলায় শৈত্যপ্রবাহ আরও বাড়বে

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ এ.এম.
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন-শীতে কাঁপছে দেশ-ছবি-ভিওডি বাংলা

পৌষের মাঝামাঝিতে শীতের দাপটে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এ অবস্থায় দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গত কয়েক দিন ধরেই কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বেড়েছে। ঠাকুরগাঁও ও শরীয়তপুরসহ বেশ কয়েকটি এলাকায় হিমেল বাতাস বইছে এবং কোথাও কোথাও তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

হাড় কাঁপানো ঠান্ডায় কর্মহীন হয়ে পড়ছেন অনেক শ্রমজীবী মানুষ। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। অন্যদিকে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ। শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। বিশেষ ঝুঁকিতে রয়েছে শিশু ও বৃদ্ধরা।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্তমানে রাজশাহী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েক দিনে আরও বিস্তৃত ও তীব্র হতে পারে। এজন্য সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
তেঁতুলিয়ায় তীব্র শীত, তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে
তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা
তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীত, তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে