দুপুরে সিলেট যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সিলেট সফরে যাচ্ছেন। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ দুপুর আড়াইটার দিকে উড়োজাহাজে করে মির্জা ফখরুলের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর এটি মির্জা ফখরুলের প্রথম সিলেট সফর।
দলীয় সূত্র জানায়, জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির এই শীর্ষ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘সফরের মূল উদ্দেশ্য হচ্ছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত। এছাড়া সন্ধ্যা ছয়টার দিকে তিনি সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।’
ভিওডি বাংলা/জা







