• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত

ফেনী প্রতিনিধি    ৪ জানুয়ারী ২০২৬, ১১:১১ এ.এম.
বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। ছবি-সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে মৃত্যুজনিত কারণে তার মনোনয়ন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে মোট পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যেখানে প্রতিবারই তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম শেষ হচ্ছে রোববার (৪ জানুয়ারি)। সারা দেশের ৩০০ আসনে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই বাছাই প্রক্রিয়া শেষে কতটি মনোনয়নপত্র বৈধ এবং কতটি বাতিল হয়েছে- সে সংক্রান্ত চূড়ান্ত তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন রোববার। রিটার্নিং কর্মকর্তাদের প্রতিবেদন পাওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে সারা দেশের সার্বিক চিত্র তুলে ধরবে।

প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘন, নাটোরে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ
আচরণবিধি লঙ্ঘন, নাটোরে স্বতন্ত্র প্রার্থী টিপুকে শোকজ
বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল
বাছাই শেষে পাবনায় ৫ জনের মনোনয়ন বাতিল
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার