এলপি গ্যাস ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা বিকালে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম আজ রোববার (৪ ডিসেম্বর) ঘোষণা করা হবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানায়, ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের সংশোধিত মূল্য নির্ধারণ করা হবে। ফলে এলপি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে-তা আজই জানা যাবে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত জানুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (Contract Price) অনুযায়ী দেশের বাজারে বেসরকারি পর্যায়ে এলপিজির মূল্য সমন্বয় করা হবে। একই সঙ্গে অটোগ্যাসের দামও পুনর্নির্ধারণ করা হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই মূল্য ঘোষণা করা হবে।
এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে এক হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। ভোক্তা পর্যায়ে প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে মূসকসহ দাম ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারে সৌদি আরামকোর ঘোষিত সিপি, ডলার বিনিময় হার, পরিবহন ব্যয় ও কর কাঠামোর পরিবর্তনের ওপর ভিত্তি করেই দেশে এলপিজির দাম সমন্বয় করা হয় বলে জানায় বিইআরসি। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব সরাসরি দেশের ভোক্তাদের ওপর পড়ে।
এদিকে নতুন দাম ঘোষণা ঘিরে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে কৌতূহল ও অপেক্ষা তৈরি হয়েছে। বিশেষ করে শীতের মৌসুমে রান্নার গ্যাসের চাহিদা বাড়ায় দাম বাড়লে সাধারণ মানুষের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন অনেকে। আবার দাম কমলে কিছুটা স্বস্তি মিলতে পারে ভোক্তাদের।
বিকেল ৩টায় বিইআরসির ঘোষণার পরই নতুন দামে এলপি গ্যাস ও অটোগ্যাস বাজারে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ভিওডি বাংলা/জা






