• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ক্রিকেট ও মুস্তাফিজ

ক্রীড়া প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ১১:৪৯ এ.এম.
বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। ছবি-সংগৃহীত

খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, ভূরাজনীতি। ভারতে কট্টরবাদী দলগুলোর আপত্তির মুখে আইপিএল থেকে বাদ পড়লেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তাঁকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই আদেশ তামিল করতে খুব বেশি সময় নেয়নি কেকেআর। নির্দেশ আসার ঘণ্টা দুয়েকের মধ্যেই গতকাল শনিবার এক বিবৃতি দিয়ে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি। 

এর আগে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া মুস্তাফিজকে কেকেআরের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসর শুরুর আগে এবং অক্রিকেটীয় কারণে ছেড়ে দেওয়ায় মুস্তাফিজ কেকেআর থেকে কোনো অর্থ পাবেন না বলেও জানা গেছে। শুধু মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া নয়, ভারতীয় গণমাধ্যম বলছে, পাকিস্তানের মতো বাংলাদেশের সঙ্গেও দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ করতে পারে ভারতীয় বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

যদি আইপিএলে মুস্তাফিজের নিরাপত্তা নিয়েই শঙ্কা থাকে, তাহলে ফেব্রুয়ারিতে কলকাতায় টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ দলের জন্য কি নিরাপদ? উত্তর খুঁজতে গতকাল রাতে জরুরি বৈঠকে বসেছিলেন বিসিবির কর্মকর্তারা। একজন পরিচালক জানান, সভায় সিদ্ধান্ত হয়েছে, আইসিসির কাছে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনা জানতে চাওয়া হবে। তিনি বলেন, ‘যে কোনো প্রক্রিয়া ধাপে ধাপে এগিয়ে নিতে হয়। তারই আলোকে বাংলাদেশ দল এবং প্রত্যেক স্টেকহোল্ডারের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হবে। আইসিসির কাছ থেকে পরিকল্পনা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক না হলে কলকাতা থেকে নিরাপদ স্থানে ম্যাচ সরিয়ে নিতে বলা হবে।’

এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল গত রাতে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতিস্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

উপদেষ্টা জানিয়েছেন, বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে লেখার জন্য তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,‌ ‘বোর্ড যেন (আইসিসিকে) জানিয়ে দেয় যে, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড  থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচারমন্ত্রীকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়! আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার ও বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ!’

আসামের গৌহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর পরিবর্তিত ক্রিকেটার চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।’ এরপর কেকেআর এক বিবৃতি দিয়ে মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে, ‘কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিসিসিআই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুমের আগে দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ অনুসরণ করে সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।’

গত মাসে অনুষ্ঠিত নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কেনে বলিউড তারকা শাহরুখ খানের দল কেকেআর। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে, সেটির প্রভাব ক্রিকেটে প্রবলভাবেই পড়েছে। গত বছর ওয়ানডে ও টি২০ সিরিজ খেলতে বাংলাদেশে আসেনি ভারত। 

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর সহিংস ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজের চুক্তি ঘিরে বিতর্ক দানা বাঁধতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে। ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, কিছু ধর্মীয় সংগঠন ও ধর্মীয় গুরুর কয়েকজনও মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কিছু সংগঠন ও নেতার কেউ কেউ ভারতীয় বোর্ড এবং কেকেআর ম্যানেজমেন্টকে হুমকিও দেয়। 

ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর বেশ ক্ষোভের সঙ্গে এএনআইকে বলেছেন, কেকেআর কর্তৃপক্ষের উচিত ওই ক্রিকেটারকে (মুস্তাফিজ) দল থেকে সরিয়ে দেওয়া। মুস্তাফিজকে কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিটির মালিক শাহরুখ খানকে বিশ্বাসঘাতক বলেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সংগীত সোম। পশ্চিমবঙ্গের আরেক বিজেপি নেতা কৌস্তভ বাগচি তো শাহরুখকে কলকাতায় ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছেন, ‘আইপিএলের কোনো দলে যদি বাংলাদেশি ক্রিকেটার রাখা হয় এবং কলকাতায় ম্যাচ খেলতে চায়, আমরা তা হতে দেব না। প্রয়োজনে আমরা শাহরুখ খানকে কলকাতায় ঢুকতে দেব না।’ মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি জানান কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে। আইপিএল নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের রাখা নিয়েই প্রশ্ন তোলেন তিনি। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও মুস্তাফিজকে দলে নেওয়ার সমালোচনা করে কেকেআর মালিক শাহরুখকে ক্ষমা চাইতে বলেন। 

২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন মুস্তাফিজ। অভিষেক আসরে দুর্দান্ত বোলিং করে সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন। আইপিএলে আট আসরে পাঁচ দলের হয়ে ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। রাজনৈতিক টানাপোড়েনের জেরে প্রথম আসরের পর থেকে পাকিস্তানি ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ। মুস্তাফিজও কি সেই রাজনীতির বলি!

শঙ্কায় দ্বিপক্ষীয় সিরিজও

আগামী দিনে শুধু নিরপেক্ষ দেশে আইসিসি ইভেন্ট ছাড়া বাংলাদেশের বিপক্ষে ভারত খেলবে না বলেই জানা গেছে। শিগগিরই এ সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দেবে বিসিসিআই। যার মানে, গত শুক্রবার বিসিবি ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছর ভারত সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আগামী সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ খেলতে ভারতীয় দলের বাংলাদেশ সফরের সূচি রয়েছে। তবে এ বছর টি২০ বিশ্বকাপ খেলতে ভারত আসার ক্ষেত্রে বাংলাদেশের কোনো রকম সমস্যা হবে না বলেও মনে করছেন ভারতীয় এক বোর্ডকর্তা।

ইন্ডিয়ান এক্সপ্রেস ওয়েবসাইটকে এক বিসিসিআই কর্তা বলেন, ‘গত বছরও আমরা বাংলাদেশে যাইনি। বিসিবি এবার সূচি ঘোষণা করেছে ঠিকই। তবে বোর্ড বাংলাদেশে দল পাঠাবে কিনা, আমার সন্দেহ আছে। টি২০ বিশ্বকাপের ব্যাপারে বলতে পারি, বাংলাদেশ ভারতে এসে নির্বিঘ্নে নিজেদের ম্যাচ খেলতে পারে।’

বিসিসিআই প্রেসিডেন্ট মিথুন মানহাস এ বিষয়ে আইএএনএসকে বলেন, ‘সবকিছু বিবেচনা করে বিসিসিআই এ সিদ্ধান্ত (মুস্তাফিজকে বাদ দেওয়া) নিয়েছে। ইতোমধ্যে সাইকিয়া তা গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন। এ সিদ্ধান্ত শুধু আইপিএল-সংক্রান্ত। বিশ্বকাপ নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি।’

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নক্ষত্রের বিদায়
আপসহীন খালেদা জিয়া নক্ষত্রের বিদায়
খালেদা জিয়ার আসনগুলোতে রাখা হচ্ছে বিকল্প প্রার্থী
জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়ার আসনগুলোতে রাখা হচ্ছে বিকল্প প্রার্থী
গণনেতার ফেরা
গণনেতার ফেরা